এক্সপ্লোর
Vastu Tips: বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছ কি উপহার হিসেবে দেওয়া যেতে পারে?
Vastu Shastra: তুলসী গাছ কি তাহলে উপহার হিসেবে দেওয়া যায়?
তুলসী গাছ কি তাহলে উপহার হিসেবে দেওয়া যায়?
1/7

বিষ্ণুপ্রিয়া তুলসী হিন্দুদের কাছে ভগবান স্বরূপ। আর হবে নাই বা কেন? বিজ্ঞান মানলে এই তুলসী তার উপকারিতা দিয়ে শেষ করতে পারে না। দিন রাত যেই চারা গাছটি অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখতে পারে জীবকুলকে সে তো সাক্ষাৎ দেবতা।
2/7

এই ক্ষেত্রে অনেকেই মনে করেন যে বাড়িতে তুলসী অবস্থান করলে একযোগে বিষ্ণু ও লক্ষ্মীর কৃপা লাভ হয়। খেয়াল করে দেখবেন, ঈশ্বরের নৈবেদ্যর মধ্যে তুলসী দেওয়া হয়, এমনকি গ্রহণের সময় রান্না করা খাবারে তুলসী পত্র দেওয়া হয় যাতে জীবাণু না আক্রমণ করে।
Published at : 02 Sep 2023 07:44 PM (IST)
আরও দেখুন






















