এক্সপ্লোর
Ramkeli Mela: মহাপ্রভু চৈতন্যদেবের স্মরণে মালদায় আজও হয় রামকেলি মেলা
Malda News: ৫১০ বছর আগে মহাপ্রভু চৈতন্যদেব এসেছিলেন মালদার গৌড়ের রামকেলিতে। সেই স্মৃতি স্মরণে রেখে আজও রামকেলিতে হয় রামকেলি মেলা। যা দেখতে মালদা জেলার পাশাপাশি দেশ-বিদেশ থেকেও প্রচুর মানুষ আসেন।
মালদার রামকেলি মেলা
1/10

ইতিহাস ঘেঁটে জানা যায়, মধ্যযুগে বাংলার মসনদে তখন ছিলেন সুলতান হুসেন শাহ। হিন্দু ধর্মের মধ্যে জাতিভেদ প্রথা তীব্র হয়ে আকার ধারণ করেছিল।
2/10

সেই সুযোগে সুলতান দলে দলে হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করছিলেন। সেই সময়েই বর্তমানের নদিয়া জেলাতে জন্মগ্রহণ করেন শ্রী চৈতন্যদেব।
Published at : 15 Jun 2024 05:35 PM (IST)
আরও দেখুন





















