এক্সপ্লোর
NASA Inventions: ফোনের ক্যামেরা, জল পরিশোধনের যন্ত্র, NASA না থাকলে হাতের নাগালেই আসত না এই সব প্রযুক্তি
Science News: শুধু মহাকাশ অভিযানের পথই নয়, দৈনন্দিন জীবনকেও সহজতর করে তুলেছে NASA-র কিছু আবিষ্কার। ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/10

মহাকাশ সংক্রান্ত গবেষণার জন্যই বিশ্বজোড়া নাম আমেরিকা মহাকাশ সংস্থা NASA-র। চাঁদ, সূর্য থেকে কৃষ্ণগহ্বর পর্যন্ত বিস্তৃত তাঁদের গবেষণার পরিধি। ছবি: পিক্সাবে।
2/10

কিন্তু শুধুমাত্র মহাকাশ গবেষণাই নয়, মানুষের দৈনন্দিন জীবনকে সহজতর করে তোলার ক্ষেত্রেও NASA-র ভূমিকা অনস্বীকার্য। রোজকার জীবনে আমরা যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করি, যে সমস্ত জিনিস ছাড়া জীবন চলে না আমাদের, তা-ও NASA-র দৌলতেই হাতে এসে পৌঁছেছে। ছবি: পিক্সাবে।
Published at : 24 Feb 2024 07:36 PM (IST)
আরও দেখুন






















