এক্সপ্লোর
Science News: এভারেস্টের চেয়ে পাঁচগুণ উঁচু পর্বত, গ্র্যান্ড ক্যানিয়নের চেয়ে বড় খাদ, পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারে লালগ্রহ
Mars Tourism: মঙ্গলের বুকে বসতি গড়ে উঠতে যদিও বা সময় লাগে, তার আগেই পর্যটন শুরু করা যাবে বলে আশাবাদী অনেকেই।
—ফাইল চিত্র।
1/13

মঙ্গলগ্রহকে বাসযোগ্য করে তুলতে যদিও বা সময় লাগে, সেখানে পর্যটন পরিষেবা চালু করতে আগ্রহী প্রযুক্তি সংস্থা থেকে বিজ্ঞানীদের একাংশও। বলা বাহুল্য, এক্ষেত্রে পকেটের রেস্ত রয়েছে যাঁদের, তাঁরাই দর্শন পাবেন লালগ্রহের।
2/13

লালগ্রহে পা রাখার সুযোগ আসুক বা না আসুক, সেখানে কোন কোন জায়গাগুলি ঘিরে উঠতে পারে পর্যটন, তার সম্ভাব্য তালিকাও তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই, যার মধ্যে রয়েছে আগ্নেয়গিরি থেকে গভীর খাদ এবং গহ্বর। ভবিষ্যতে ঝর্নাও নেমে আসতে পারে তার খাঁজ বেয়ে।
Published at : 16 Jul 2023 11:55 PM (IST)
আরও দেখুন






















