এক্সপ্লোর
Science News: হলুদ, সবুজ বা নীল নয়, মানুষের রক্তের রং লাল যে কারণে...
Colour of Blood: বৈজ্ঞাবিক কার্যকারণ রয়েছে নেপথ্যে। ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/10

মানুষ বিশেষে শারীরিক গঠন, চারিত্রিক বৈশিষ্ট আলাদা হয়। কিন্তু একটি বিষয়ে প্রত্যেক মানুষই সমান, তা হল রক্ত। প্রত্যেকের ধমনীতে চলা রক্তের রংই লাল।
2/10

কিন্তু এই রক্তের রং কেন লাল হয়, তা জানেন কি? হিমোগ্লোবিন থাকার জন্যই রক্তের রং লাল হয়। কিন্তু তবে বিষয়টি মোটেই সহজ নয়। বিশদে জানা প্রয়োজন।
3/10

হিমোগ্লোবিনে Heme নামের একটি অণু থাকে, যার মধ্যে রয়েছে আয়রন। এই আয়রন অক্সিজেনের সংস্পর্শে এসে লাল রং ধারণ করে।
4/10

আসলে কিছু কোষের সমন্বয়েই রক্তের রং লাল। কারণ ওই কোষগুলিরও লাল রঙের। ওই কোষগুলিকে তাই লোহিতকণিকাও বলা হয়।
5/10

ওই লোহিতকণিকার রং কেন লাল, তা জানতে হলে অণুতে ভেঙে পরীক্ষা করার প্রয়োজন পড়ে, আর তে থেকেই রক্তের রং লাল হওয়ার কারণ জানা গিয়েছে।
6/10

লোহিতকণিকার মধ্যে হিমোগ্লোবিন নামে প্রোটিন থাকে। এই হিমোগ্লোবিন আবার সাবইউনিট Heme অণু দ্বারা গঠিত।
7/10

ওই Heme অণু আয়রন অণুর সঙ্গে সংযুক্ত হয়ে অক্সিজেন আবদ্ধ করে ফেলে। আয়রন এবং অক্সিজেনের মধ্যে রাসায়নিক বন্ধন ঘটলে, তা থেকে যে আলো প্রতিফলিত হয়, তাকেই লাল দেখায়।
8/10

রক্তের জন্য অক্সিজেন বইতে পারা অত্যন্ত জরুরি। কারণ ফুসফুসে যখন রক্ত সঞ্চালন ঘটে, সেই সময়ই অক্সিজেন সংগ্রহ করে বিশুদ্ধ হয় রক্ত। এর পর গোটা শরীরে অক্সিজেন পৌঁছয় রক্তের মাধ্যমেই।
9/10

ওই অক্সিজেন শেষ হয়ে গেলে আবারও ফুসফুসে ফিরে যায় রক্ত। আবারও সেখান থেকে অক্সিজেন গোটা শরীরে পৌঁছে দেয়।
10/10

কীটপতঙ্গ এবং কিছু প্রাণী ছাড়া, মানুষ-সহ জীবজগতের অধিকাংশ প্রাণীর রক্তের রংই লাল।
Published at : 06 Apr 2024 09:40 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























