ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরীতে পালিত হল সরস্বতী পুজো। আর প্রত্যেক বছরের মতোই আকর্ষণের কেন্দ্রে সেই সৌরভ গঙ্গোপাধ্যায়।
2/11
দুপাশে বাবা আর মা। সানা হাসিতে ডগমগ। সৌরভের কাঁধে রাখলেন মাথা। ফ্রেমবন্দি করে রাখা হল মুহূর্তটি।
3/11
সদ্য তাঁর হার্টে দুই পর্বে তিনটি স্টেন্ট বসানো হয়েছে। আপাতত সুস্থতার পথে সৌরভ। বাড়িতেই বিশ্রামে কাটাচ্ছেন। চলছে চিকিৎসকদের পর্যবেক্ষণও। সৌরভ-ঘনিষ্ঠরা বলছেন, দ্রুত স্বাভাবিক জীবনে ফিরবেন দাদা।
4/11
সরস্বতী পুজোয় মা-মেয়েকে দেখা গেল খোশমেজাজে। ডোনা পরেছিলেন সাদা বেসের ওপর লাল প্রিন্টের শাড়ি। সানার পরনে ছিল গোলাপি শেডের লখনউ চিকনের সালোয়ার কামিজ।
5/11
সরস্বতী পুজো আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ আলপনা। ডোনার ছাত্রী রাগিশ্রী সোম, সুতণ্বী মিশ্র ও সাবর্ণা সাহা মিলে দিয়েছিলেন আলপনা।
6/11
তিন ছাত্রীর আলপনা দেখে উচ্ছ্বসিত ডোনা। আলপনার ছবি সকলের সঙ্গে শেয়ারও করেছেন।
7/11
মায়ের কাছে ওড়িশি নাচের তালিম নিয়েছেন সানা। মেয়ে নয়, সানা এখন যেন ডোনার বন্ধুও।
8/11
নিজে হাতে পুজোর আয়োজন সামলেছেন ডোনা। তাঁর নাচের স্কুলের ছাত্রীরাও হাতে হাত মিলিয়ে সামলালেন বাগদেবীর আরাধনার সমস্ত দায়িত্ব।
9/11
সরস্বতী পুজোয় আড্ডা হবে না, তা আবার হয় নাকি! পুষ্পাঞ্জলি থেকে শুরু করে ভোগ খাওয়া সবই হল। সঙ্গে চলল জমিয়ে আড্ডা।
10/11
দীক্ষামঞ্জরীর প্রতিমা। প্রত্যেক বছরের মতো বাগদেবী সাবেক সাজে।
11/11
এবিপি আনন্দকে ডোনা জানালেন, সদ্য অসুস্থতা কাটিয়ে ওঠা সৌরভ খুব বেশিক্ষণ পুজোপ্রাঙ্গনে ছিলেন না। তবে বীরেন রায় রোডের বাড়িতে পুজোর আনন্দে সামিল হয়েছিলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টও। ছবি সৌজন্য: ডোনা গঙ্গোপাধ্যায়