এক্সপ্লোর
Sourav Ganguly Birthday: দাদাকে দেখে বাঁহাতে ব্যাটিং শুরু, হয়ে উঠেছিলেন অফসাইডের 'ঈশ্বর'
Sourav Ganguly Turns 51: সৌরভ গঙ্গোপাধ্যায় ৫১ বছর পূর্ণ করলেন আজ, ৮ জুলাই, শনিবার।

Sourav Ganguly
1/10

সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ৫১ বছর পূর্ণ করলেন আজ, ৮ জুলাই, শনিবার।
2/10

মহারাজের জন্মদিনকে কেন্দ্র করে উৎসবের আবহ ভারতীয় ক্রিকেটমহলে (Indian Cricket Team)। সকাল থেকে অভিনন্দন বার্তায় ভাসছেন জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক।
3/10

বল করতেন ডানহাতে, লেখেন ডানহাতে। তাহলে ব্যাটিং কেন বাঁহাতে করতেন মহারাজ?
4/10

দাদা স্নেহাশিস ছিলেন বাঁহাতি ব্যাটার। ছোটবেলায় তাঁর ক্রিকেট কিট নিয়ে প্র্যাক্টিস করবেন বলেই বাঁহাতি ব্যাটার হয়ে যান সৌরভ।
5/10

অফসাইডে যে কোনও বলকে বাউন্ডারিতে পাঠাতে পারতেন। রাহুল দ্রাবিড় বলেছিলেন, অফসাইডে খেলার দক্ষতায় প্রথমে ঈশ্বর, তারপর সৌরভ।
6/10

ডাকনাম মহারাজ। পরে জেফ বয়কট তাঁর নামকরণ করেছিলেন, 'প্রিন্স অফ ক্যালকাটা'।
7/10

বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের ছিল প্রিন্টিং প্রেসের ব্যবসা। যা এশিয়ার তৃতীয় বৃহত্তম ছিল।
8/10

বেহালার বীরেন রায় রোডের বাড়িতে রয়েছে ৪৫টি বেডরুম! পাশের বাড়ির মেয়ে ডোনার সঙ্গে বিয়ে। তারপর বিয়ে। বাড়িতে লুকিয়ে রেজিস্ট্রি সেরেছিলেন। পরে আনুষ্ঠানিকভাবে সাত পাকে বাঁধা পড়েন।
9/10

১৯৯২ সালে ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে অভিষেক। সফল হননি সেই ম্যাচে। বাদও পড়েন।
10/10

১৯৯৬ সালে জাতীয় দলে প্রত্যাবর্তন। লর্ডসে অভিষেক টেস্টে সেঞ্চুরি। ইংল্যান্ড সফরে জোড়া সেঞ্চুরি করেন। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। - পিটিআই ফাইল ছবি
Published at : 08 Jul 2023 08:37 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জ্যোতিষ
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
