IND vs AUS: অস্ট্রেলিয়াকে হারাতেই টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল ভারত
Border Gavaskar Trophy: পারথে হারের পরই পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে অস্ট্রেলিয়া। ১৩ ম্য়াচে জয়ের শতকরা হার ৫৭.৬৯ তাদের। আট ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে।
পারথ: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ফের শীর্ষে উঠে গেল ভারত। পারথ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৯৫ রানে জয় ছিনিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই তালিকায় শীর্ষে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। একইসঙ্গে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারতে। পারথ টেস্ট জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ১৫ ম্য়াচের মধ্যে ৯টি জয় ও পাঁচটি ম্য়াচে হার নিয়ে মোট ৬১.১১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে চলে গেছে ভারত।
এদিকে, পারথে হারের পরই পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে অস্ট্রেলিয়া। ১৩ ম্য়াচে জয়ের শতকরা হার ৫৭.৬৯ তাদের। আট ম্য়াচে জয় ও বর্ডার গাওস্কর ট্রফির প্রথম টেস্ট হারের পর হারের সংখ্যাটা দাঁড়াল ৪টে।
পারথ টেস্টের দেওয়াল লিখন মোটামুটি লেখা হয়ে গিয়েছিল রবিবারই। ভারতের জন্য় জয় যে সময়ের অপেক্ষা, তা নিশ্চিত ছিলই। তৃতীয় দিনে পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে মাত্র ১২ রান বোর্ডে তুলতেই ৩ উইকেট খুঁইয়ে বসেছিল অজি শিবির। খাওয়াজা, লাবুশেন, ম্য়াকেনস্যুই টপ অর্ডারের তিনজনই ফিরে গিয়েছিলেন প্য়াভিলিয়নে। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনেই অস্ট্রেলিয়ার আট উইকেট পড়ে গিয়েছিল। অলৌকিক কিছু না হলে ম্যাচ যে আজকের মধ্যেই শেষ হয়ে যাবে, তা প্রায় নিশ্চিতই ছিল। হলও তাই। অবশিষ্ট দুই উইকেট নিতে খুব একটা বেশি সময় নিলেন না ভারতীয় বোলাররা। মিচেল স্টার্ক আউট হওয়ায় ওয়াশিংটন সুন্দরের ওভারের মাঝপথেই চায়ের বিরতি ঘোষণা করা হয়েছিল। চা বিরতির পর ওভারের শেষ বলেই ন্যাথান লায়নকে শূন্য রানে সাজঘরে ফেরান সুন্দরই।
তবে অস্ট্রেলিয়ানরা বরাবরই শেষ বল পর্যন্ত লড়াই করার জন্য পরিচিত। অ্যালেক্স ক্যারি ও জশ হ্যাজেলউড সেটাই করার চেষ্টা করেন। কিন্তু খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি সেই লড়াই। শেষ উইকেটে ২৮ বলে ১১ রান যোগ করেন অস্ট্রেলিয়ানরা। হর্ষিতের দুরন্ত বলে ৩৬ রানে ক্যারির স্টাম্প ভাঙতেই ভারতের জয় সুনিশ্চিত হয়ে যায়।
পারথ টেস্টে ম্য়াচের সেরা হয়েছেন বুমরা। ৩০ বছরের ডানহাতি পেসার এই নিয়ে আটটি ম্য়াচ খেললেন অস্ট্রেলিয়ায়। এরমধ্যেই ঝুলিতে পুরে নিয়েছেন ৪০ উইকেট। গড় ১৮.৮০। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ১০০ জন বোলার যাঁরা অস্ট্রেলিয়ার মাটিতে অন্তত ৩০টি বা তার বেশি উইকেট নিয়েছেন টেস্টে, তাঁদের মধ্যে একমাত্র বুমরার আগে রয়েছেন রিচার্ড হ্য়াডলি। কিউয়ি পেসারের গড় অস্ট্রেলিয়ার মাটিতে ১৭.৮৩। এরপরই রয়েছেন বুমরা।