Mohammed Siraj: তাঁদের প্রেম নিয়ে জোর জল্পনা, তার মাঝেই আশা ভোঁসলের নাতনির সঙ্গে ডুয়েট গাইলেন এই ক্রিকেটার
Champions Trophy: দুজনের একটি ডুয়েট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে । যে ভিডিওতে দেখা যাচ্ছে, জ়ানাইয়ের সঙ্গে গান গাইছেন মহম্মদ সিরাজ। একটি ভ্যানিটি ভ্যানের মধ্যে বসে ।

মুম্বই: তাঁদের সম্পর্ক নিয়ে তুমুল জল্পনা । হবে নাই বা কেন ?
একজন জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার । হায়দরাবাদের অভাবী পরিবার থেকে উঠে এসে টিম ইন্ডিয়ার অন্যতম স্তম্ভ হয়ে ওঠা রূপকথার মতো । তিনি, মহম্মদ সিরাজ (Mohammed Siraj) । আর যাঁর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা, সেই জ়ানাই (Zanai) কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের নাতনি ।
এবার দুজনের একটি ডুয়েট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে । যে ভিডিওতে দেখা যাচ্ছে, জ়ানাইয়ের সঙ্গে গান গাইছেন মহম্মদ সিরাজ। একটি ভ্যানিটি ভ্যানের মধ্যে বসে ।
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাননি সিরাজ। যা দেখে অনেকে বিস্মিত হয়েছিলেন। বিশেষ করে যশপ্রীত বুমরা চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার পর অনেকেই ভেবেছিলেন যে, হায়দরাবাদের ডানহাতি পেসারকে দলে নেবে ভারত। কিন্তু তাও দরজা খোলেনি সিরাজের। বরং হর্ষিত রানার মতো অনভিজ্ঞ তরুণের ওপর ভরসা রাখা হয়েছে।
আরও পড়ুন: আজ শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি, বাবর-রিজওয়ানদের বেকায়দায় ফেলতে তৈরি নিউজ়িল্যান্ডের স্পিন-ফলা
সিরাজকে এরপর দেখা যাবে আইপিএলে (IPL 2025)। তার আগে বেশ খোশমেজাজে রয়েছেন সিরাজ। জ়ানাইয়ের সঙ্গে 'কেন্দি হ্যায়' গানে গলা মিলিয়েছেন সিরাজ। সেই ডুয়েটের ভিডিও দুই তারকাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'সেই ব্যক্তিকে উৎসর্গ করছি যার জন্য আমাদের মতো অনেকেই নিজেদের স্বপ্নের পিছনে দৌড়তে শিখেছি। তুমি এক কথায় সর্বকালের সেরা।'
View this post on Instagram
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মক্কাতে হজ করতেও দেখা গিয়েছিল সিরাজকে। পবিত্র রমজানের আগেই তিনি তীর্থ করে এসেছেন। মক্কায় নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সিরাজ।
সিরাজ এবং জ়ানাইকে নিয়ে গুঞ্জন তুঙ্গে। বলা হচ্ছে, সম্পর্কে রয়েছেন তাঁরা। যদিও আশা ভোঁসলের নাতনি নিজে উড়িয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সিরাজকে 'ভাই' বলে সম্বোধন করেছিলেন তিনি। তার উত্তরে জ়ানাইকে 'বোন' বলে সম্বোধন করেছিলেন সিরাজ। তাতেই জল্পনার অবসান ঘটেছে বলে মনে হয়েছে অনেকের।
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতের একাদশ? চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই চমক?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
