Sania Mirza: 'তুম তো ঠহর পরদেশী'-র সুরে নাচ সানিয়া মির্জার, ভিডিও ভাইরাল
ব্যাকগ্রাউন্ডে বাজছে আলতাফ রাজার বিখ্যাত গান, 'তুম তো ঠহর পরদেশী, সাথ ক্যায়া নিভায়োগে...'। আর সেই সুরের তালে পা মিলিয়ে নাচছেন সানিয়া মির্জা। সঙ্গী বিখ্যাত কোরিওগ্রাফার ফারহা খান।
![Sania Mirza: 'তুম তো ঠহর পরদেশী'-র সুরে নাচ সানিয়া মির্জার, ভিডিও ভাইরাল Dance video of tennis star Sania Mirza and choreographer Farah Khan goes viral, watch video Sania Mirza: 'তুম তো ঠহর পরদেশী'-র সুরে নাচ সানিয়া মির্জার, ভিডিও ভাইরাল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/15/510a2130a9bf56616c02b8ca15637e09_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ব্যাকগ্রাউন্ডে বাজছে আলতাফ রাজার বিখ্যাত গান, 'তুম তো ঠহর পরদেশী, সাথ ক্যায়া নিভায়োগে...'। আর সেই সুরের তালে পা মিলিয়ে নাচছেন সানিয়া মির্জা (Sania Mirza)। সঙ্গী বিখ্যাত কোরিওগ্রাফার ফারহা খান (Farah Khan)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। প্রায় ২ লক্ষ মানুষ দেখেছেন টেনিস তারকার নাচ।
টেনিস কোর্টে তিনি সাবলীল। মহিলাদের ডাবলসে বিশ্বের এক নম্বর ছিলেন। সেই সানিয়া মির্জা এবার ঝড় তুলেছেন নাচে। সম্প্রতি তাঁকে ফারহা খানের সঙ্গে একটি গানে নাচ করতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট করেছেন বলিউডের প্রথম সারির কোরিওগ্রাফার ফারহা। সঙ্গে লিখেছেন, 'আমরা একে অপরের জন্য এসবই করি।'
ভিডিওটিতে সানিয়াকে দেখা গিয়েছে ডেনিম জিন্স ও কালো ঢিলে ঢালা টপে। পায়ে স্নিকার্স, হাতে ঘড়ি। ফারহা পরেছিলেন ওয়ান পিস। দুজনে মিলে জমিয়ে নাচ করলেন। সানিয়ার নাচ দেখে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছেন সোনু সুদ, নেহা কক্কররা।
টেনিস কোর্টে অবশ্য সানিয়ার সময়টা ভাল যাচ্ছে না। টোকিও অলিম্পিক্সের পর যুক্তরাষ্ট্রে ওপেনেও ব্যর্থ তিনি। একই দিনে ডাবলস ও মিক্সড ডাবলসে নিজের প্রথম রাউন্ডের ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় টেনিস তারকা।
মহিলা ডাবলসে তিন সেটের লড়াইয়ে সানিয়া ও তাঁর ডাবলস পার্টনার কোকো ভান্ডেওয়াগ ১২ নম্বর বাছাই রালুকা ওলারু ও নাদিয়া কিচেনক জুটির বিরুদ্ধে ৬-৪ ব্যবধানে প্রথম সেট জিতে নেন। তবে পরে রালুকা-নাদিয়া জুটি ধীরে ধীরে ম্যাচে ফিরে আসেন। দ্বিতীয় সেটের শুরুতেই সানিয়াদের সার্ভ ভেঙে ৬-৪ ব্যবধানেই দ্বিতীয় সেট নিজেদের নামে করেন তাঁরা। এরপরে ৬-৩ ব্যবধানে জিতে তৃতীয় সেট ও ম্যাচ নিজেদের নামে করেন তাঁরা।
মিক্সড ডাবলসে মার্কিন রাজীব রামের সঙ্গে জুটি বেঁধেছিলেন সানিয়া। এই ম্যাচেও তিন সেটের লড়াইয়ের পর পরাজিত হন সানিয়ারা। প্রথম সেট ৩-৬ হেরে দ্বিতীয় সেট ৬-৩ জিতে ঘুরে দাঁড়িয়েছিলেন। তবে তৃতীয় সেটে টাইব্রেকারে ৭-১০-এ হেরে যান।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)