এক্সপ্লোর
Advertisement
প্রথম টেস্টে দলে নেই চিকুনগুনিয়ায় আক্রান্ত ইশান্ত শর্মা
কানপুর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বৃহস্পতিবার তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। তার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে। প্রথম টেস্টে ভারত পাচ্ছে না নির্ভরযোগ্য ফাস্ট বোলার ইশান্ত শর্মাকে। তাঁকে আনফিট ঘোষণা করা হয়েছে। চিকুনগুনিয়ার আক্রান্ত ইশান্ত এখনও পুরোপুরি সুস্থ হননি। তাই তাঁকে আনফিট ঘোষণা করা হয়েছে।
টিম ইন্ডিয়ার কোচ অনিল কুম্বলে জানিয়েছেন যে, ইশান্তের পরিবর্ত হিসেবে কাউকে চাওয়া হয়নি। বাকি দুটি টেস্ট ইশান্ত খেলতে পারবেন বলেও আশ্বাস দিয়েছেন কুম্বলে।
কানপুরের গ্রিনপার্কে অনুশীলনের পর কোচ বলেছেন, চিকুনগুনিয়া থেকে সেরে উঠছেন ইশান্ত। তবে তাঁকে প্রথম টেস্টে পাওয়া যাবে না। ইশান্তের পরিবর্ত চায়নি টিম ম্যানেজমেন্ট। দলের বাকি ১৪ সদস্যর মধ্য থেকেই ১১ জনকে বেছে নেওয়া হবে।
কানপুরে ভারত দুই পেসার নিয়ে খেলবে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে প্রথম এগারোয় দেখা যেতে পারে মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমারকে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement