Riyan Parag: মাঠকর্মীদের সঙ্গে ছবি তোলার পর ফোন ছুড়ে বিতর্কে রিয়ান পরাগ! এত ঔদ্ধত্য কীসের, উঠছে প্রশ্ন
IPL 2025: ম্যাচের পরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, ম্যাচের পর রিয়ানের সঙ্গে ছবি তোলার আব্দার জানাচ্ছেন মাঠকর্মীরা।

গুয়াহাটি: বিতর্ক যেন পিছু ছাড়ছে না রিয়ান পরাগের (Riyan Parag)।
চলতি আইপিএলে (IPL 2025) গুয়াহাটিতে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মাঠে এক যুবক ঢুকে রিয়ানের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। পরে নিরাপত্তারক্ষীরা সেই যুবককে বার করে নিয়ে যান। তবে তোলপাড় শুরু হয় যখন অনেকে বলাবলি শুরু করেন, ভাড়া করে ওই যুবককে মাঠে এনেছিলেন রিয়ানই! নিজের জনপ্রিয়তা বাড়ানোর কৌশল নাকি, প্রশ্ন উঠেছিল।
গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের পরের ম্যাচেই ফের বিতর্কে জড়ালেন রিয়ান। এবার তাঁর বিরুদ্ধে উদ্ধত আচরণ করার অভিযোগ। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মাঠকর্মীদের সঙ্গে ছবি তোলার পর মোবাইল ফোন ছুড়ে দিচ্ছেন রিয়ান। তাতেই শুরু হয়েছে বিতর্ক।
রবিবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস (RR vs CSK)। ম্যাচে রাজস্থানকে নেতৃত্ব দেন রিয়ানই। নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসন এখনও পুরো ফিট নন। তিনি শুধু ব্যাটার হিসাবে খেলছেন। ফিল্ডিং করতে পারছেন না। তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করছে রাজস্থান। সঞ্জুর পরিবর্তে রাজস্থানের নেতৃত্বের দায়িত্ব সামলাচ্ছেন রিয়ান।
রবিবারের ম্য়াচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দেয় রাজস্থান। মহেন্দ্র সিংহ ধোনি শেষের দিকে ঝোড়ো ব্যাটিং করলেও, দলকে জেতাতে পারেননি। রিয়ানের নেতৃত্বে জয়ের সরনিতে ফিরল রাজস্থান রয়্যালস।
ম্যাচের পরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, ম্যাচের পর রিয়ানের সঙ্গে ছবি তোলার আব্দার জানাচ্ছেন মাঠকর্মীরা। রিয়ান তাঁদের হাত থেকে মোবাইল ফোন নিয়ে একটি সেলফি তোলেন। তারপরই সেই মোবাইল ফোনটি ছুড়ে দেন। এক মাঠকর্মী সেই মোবাইল ফোনটি কোনওমতে লুফে নেন।
Attitude 🗿 Performance 🤡 pic.twitter.com/tNBZgSpRMA
— Sonu (@heyysonu_) March 31, 2025
এরপরই সোশ্যাল মিডিয়ায় কাঠগড়ায় তোলা শুরু হয়েছে রিয়ানকে। নেটিজেনদের কেউ কেউ বলছেন, এত ঔদ্ধত্য কীসের! রিয়ান ভারতীয় দলে নিয়মিত নন। আইপিএলেও এ মরশুমে দুর্দান্ত কিছু করেননি। কোনও মতেই তাঁকে তারকা বলা চলে না। অথচ যেভাবে একের পর এক কাণ্ডে জড়িয়ে যাচ্ছেন, তাতে প্রশ্নের মুখে রিয়ান।
কেকেআরের বিরুদ্ধে ম্যাচেও মাঠে ঢুকে রিয়ানের পায়ে হাত দিয়ে প্রণাম করার ঘটনা অনেককে অবাক করেছিল। বলা হয়েছিল, রিয়ান কি সত্যিই এত বড় তারকা যাঁর জন্য নিরাপত্তাবেষ্টনী ভেঙে মাঠে লোক ঢুকে পড়বে?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
