IPL 2024 Retention List Live: হার্দিককে ধরে রাখল গুজরাত, মুম্বইয়ে যাচ্ছেন না বঢোদরা অলরাউন্ডার
IPL 2024 Retention List Latest Updates: একাধিক সূত্রের দাবি, গুজরাত ম্যানেজমেন্টের সঙ্গে বনিবনা না হওয়াতে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরতে চলেছেন ভারতের তারকা অলরাউন্ডার।
LIVE

Background
IPL 2024 Retention Live: রুটকে ছেড়ে দিল রাজস্থান
ইংল্য়ান্ডের তারকা ব্যাটার জো রুট নতুন মরসুমে খেলবেন না আইপিএলে। রাজস্থান রয়্যালস তাই ছেড়ে দিল তাঁকে।
IPL 2024 Retention Latest Updates: শাহবাজ সানরাইজার্স, আকাশদীপ আরসিবিতেই
বাংলার ২ ক্রিকেটার শাহবাজ আহমেদ ও আকাশ দীপ ছিলেন আরসিবি দলের অংশ। নতুন মরসুমের আগে আরসিবি থেকে সানরাইজার্সে যোগ দিচ্ছেন শাহবাজ। যদিও আকাশ দীপকে ধরে রাখল বিরাটের দল।
IPL 2024 Retention Live: গুজরাত শিবিরেই থাকছেন হার্দিক
শেষ মুহূর্তে চমক। মুম্বই নয়। গুজরাত টাইটান্সেই থাকছেন হার্দিক পাণ্ড্য। সেক্ষেত্রে একটি বিষয় পরিষ্কার যে হার্দিকই অধিনায়ক থাকছেন ফ্র্যাঞ্চাইজির।
IPL 2024 Retention Latest Updates: ১২ জনকে ছেড়ে দিল কেকেআর
আইপিএলে নতুন মরসুমের আগে মোট ১২ জন প্লেয়ারকে ছেড়ে দিল কেকেআর। তাঁদের মধ্যে রয়েছেন- শাকিব আল হাসান, লিটন দাস, ডেভিড উইজি, আর্য দেশাই, নারায়ণ জগদীশান, কুলওন্ত খেজরিওয়ালিয়া, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, জনসন চার্লস।
IPL 2024 Retention Live:অভিষেক পোড়েলকে ধরে রাখল দিল্লি
বাংলার উইকেট কিপার ব্যাটার অভিষেক পোড়েলকে ধরে রাখল দিল্লি ক্যাপিটালস। সরফরাজ খানকে ছেড়ে দিল দিল্লি শিবির।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
