![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Timed Out ICC Law: নিয়মের জাঁতাকলে ফিরতে হল ম্যাথিউজ়কে, টাইমড আউট আসলে কী?
Angelo Mathews: রাজধানীর বুকে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যে, হইচই পড়ে গিয়েছে রীতিমতো। ক্রিকেটবিশ্ব তোলপাড়। চর্চার কেন্দ্রে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচের একটি ঘটনা।
![Timed Out ICC Law: নিয়মের জাঁতাকলে ফিরতে হল ম্যাথিউজ়কে, টাইমড আউট আসলে কী? ODI World Cup 2023 Ban vs SL: Angelo Mathews got out in rare law, know the details of timed out Timed Out ICC Law: নিয়মের জাঁতাকলে ফিরতে হল ম্যাথিউজ়কে, টাইমড আউট আসলে কী?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/c22878b402ececcd64c626f6c6125699169927129753350_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: রাজধানীর বুকে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যে, হইচই পড়ে গিয়েছে রীতিমতো। ক্রিকেটবিশ্ব তোলপাড়। চর্চার কেন্দ্রে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (BAN vs SL) ম্যাচের একটি ঘটনা। ম্যাচে শাকিব আল হাসানদের (Shakib Al Hasan) আবেদন মেনে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ়কে (Angelo Mathews) টাইমড আউট ঘোষণা করেন আম্পায়ার। তারপরই হুলস্থূল। স্মরণকালের মধ্যে টাইমড আউটের নজির নেই ক্রিকেটবিশ্বে।
সোমবার ম্যাথিউজ় আউট হওয়ার পর অনেকেই জানতে চাইছেন, টাইমড আউট কী? কোন নিয়মে এভাবে আউট হন ব্যাটার?
এমসিসি-র ক্রিকেট ম্যানুয়ালের ৪০.১.১ অধ্যায়ে বলা হয়েছে, কোনও ব্যাটার যদি আউট হন বা আহত ও অবসৃত হন বা ক্রিজ ছাড়তে বাধ্য হন, তাহলে নতুন ব্যাটারকে উইকেট পড়ার তিন মিনিটের মধ্যে পরের বলটি খেলার জন্য একেবারে প্রস্তুত থাকতে হবে। তা না হলে টাইমড আউটের আবেদন করতে পারবেন ফিল্ডিং করা দলের ক্রিকেটারেরা।
এমসিসি ম্যানুয়ালের ৪০.১.২ অধ্যায়ে এ-ও বলা আছে যে, যদি এরকম পরিস্থিতিতে কোনও ব্যাটার না নামেন, তাহলে আম্পায়ার ১৬.৩ নিয়ম মেনে ফিল্ডিং দলকে একতরফাভাবে জয়ী ঘোষণা করতে পারেন।
তবে আইসিসি আয়োজিত বিশ্বকাপের ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা। তিন মিনিট নয়, এক্ষেত্রে ২ মিনিটের মধ্যে ব্যাটারকে ক্রিজে গিয়ে পরের বল খেলার জন্য তৈরি থাকতে হয়।
সোমবারের ঘটনাটি শ্রীলঙ্কা ইনিংসের ২৫তম ওভারের। বল করছিলেন শাকিব নিজেই। তাঁর ওভারের দ্বিতীয় বলে মাহমাদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাদিরা সমরবিক্রমা। তারপর ক্রিজে নামেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ়। কিন্তু তাঁর নামতে সামান্য দেরি হয়। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, কোনও ব্যাটার আউট হওয়ার পর নতুন ব্যাটারকে ২ মিনিটের মধ্যে ক্রিজে নামতে হবে। তা নাহলে টাইমড আউটের আবেদন করতে পারে ফিল্ডিং দল। কিন্তু সমরবিক্রমা আউট হওয়ার পর ম্যাথিউজ় সেই সময়ের মধ্যে নামেননি। ক্রিজে যাওয়ার আগেই তাঁকে অন্য একটি হেলমেট চাইতে দেখা যায়। যে কারণে টাইমড আউটের আবেদন করেন শাকিব-সহ বাংলাদেশের ক্রিকেটারেরা। আম্পায়াররা নিয়ম মেনে আউটের আবেদনে সাড়া দেন। আউট হয়ে যান ম্যাথিউজ়।
যদিও তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড়। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে ধারাভাষ্য দেওয়ার ফাঁকে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার রাসেল আর্নল্ড বলে দেন, 'আমি জীবনে এই জিনিস প্রথম দেখছি।' কাঠগড়ায় তোলা হচ্ছে বাংলাদেশের স্পোর্টসম্যান স্পিরিটকে। বলা হচ্ছে, নিয়ম থাকলেও ম্যাথিউজ় দেরি হওয়ার জন্য যে কারণ দেখান, তা যুক্তিগ্রাহ্য। বলা হয়, মাঁকড়ীয় নিয়ে যখন এত বিতর্ক, অনেক ক্রিকেটার যেখানে মাঁকড়ীয় আউটের আবেদনকে অখেলোয়াড়সুলভ বলে মনে করেন, সেখানে কেন টাইমড আউটের আবেদন করবেন শাকিব!
ম্যাথিউজ়কে দেখা যায়, আম্পায়ারদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলছেন। তিনি দেরির কারণ ব্যাখ্যা করেন। জানান যে, হেলমেটের স্ট্র্যাপ আচমকা ছিঁড়ে যাওয়ায় তিনি অন্য হেলমেট চেয়েছিলেন। তিনি আম্পায়ারদের, এমনকী শাকিবকেও অনুরোধ করেন সিদ্ধান্ত পুনর্বিবেচনার। কিন্তু নিয়ম মানতে বাধ্য তাঁরা, জানিয়ে দেন আম্পায়াররা। আর শাকিবও জানিয়ে দেন যে, তাঁরা আউটের আবেদন থেকে সরে আসবেন না। কোনও বল না খেলেই শূন্য রানে মাঠের বাইরে বেরিয়ে যেতে হয় ম্যাথিউজ়কে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)