IPL 2025: বিপুল টাকা খরচ করে এই ২ ক্রিকেটারকে ধরে রাখতে চায় সানরাইজার্স হায়দরাবাদ, তালিকায় আরও ৩
Mega Auction of IPL 2025: সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে শেষ হওয়া টি২০ সিরিজে টিম ইন্ডিয়ায় জায়গা করে নেন রেড্ডি।
হায়দরাবাদ: হেনরিখ ক্লাসেনকে ধরে রাখতে প্রস্তুত সানরাইজার্স হায়দরাবাদ। ২৩ কোটি টাকা খরচ করে দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটারকে আসন্ন মরশুমেও দলে রাখতে চায় তারা। ২০২৫ আইপিএল মেগা নিলামের আগে এমনই খবর সামনে আসছে। ESPNCricinfo-র প্রতিবেদন থেকে এই খবর জানা গিয়েছে। ওই প্রতিবেদনে এমন দাবিও করা হয়েছে যে, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার প্যাট কামিন্স সানরাইজার্স হায়দরাবাদের রিটেনশন তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। তাঁর জন্য বরাদ্দ-পরিকল্পনা ১৮ কোটি টাকা। তরুণ ভারতীয় ক্রিকেটার অভিষেক শর্মাকে ১৪ কোটি টাকায় ধরে রাখতে চায় ২০২৪-এর রানার-আপ দল। এই তিনজন ছাড়াও, SRH ধরে রাখতে চায়- অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেড ও ভারতীয় অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিকে। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে শেষ হওয়া টি২০ সিরিজে টিম ইন্ডিয়ায় জায়গা করে নেন রেড্ডি।
এদিকে দিল্লি ক্যাপিটালসের চিফ কোচের দৌড়ে একেবারে সামনে সারিতে উঠে এসেছেন ভারতের প্রাক্তন বাঁহাতি ব্যাটার হেমাঙ্গ বাদানি। এই ফ্র্যাঞ্চাইজিতে তাঁর সাপোর্ট স্টাফ হিসাবে জায়গা করে নিতে পারেন মুনাফ পটেল। কয়েক সপ্তাহ আগেই হেড কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নেয় DC। ২০১৮ সাল থেকে এই দলের সঙ্গে ছিলেন পন্টিং। কিন্তু, এবার তাঁকে পাওয়া নিয়ে সমস্যা হচ্ছিল।
এপ্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক আইপিএলের এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, "DC ম্য়ানেজমেন্ট চাইছে কোনও গুণমানসম্পন্ন দেশীয় কোচ। হেমাঙ্গ ও মুনাফের নাম উঠে আসছে। চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। মুনাফাকে বোলিং কোচ করা হতে পারে।"
অন্যান্য ফ্র্যাঞ্চাইজির মতোই তিন খেলোয়াড়কে ধরে রাখতে চায় দিল্লি ক্যাপিটালসও। তাদের তালিকায় রয়েছে- ঋষভ পন্থ (১৮ কোটি টাকা), অলরাউন্ডার অক্ষর পটেল (১৪ কোটি টাকা) ও বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব (১১ কোটি টাকা)। ৫টি রিটেনশনেই যেহেতু ৭৫ কোটি টাকা খরচ হবে, তাই মনে করা হচ্ছে গতবারে নজরকাড়া জেক ফ্রেজার ম্যাকগুরক ও দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবসকেও বিদেশ খেলোয়াড়দের মধ্যে ধরে রাখতে পারে তারা। তবে, তা টিম বাজেটের সঙ্গে মানানসই হতে হবে।
আরও পড়ুন ; রোহিত-বিরাট নন, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততে এই তারকাকে চুপ করাতে চান কামিন্স
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।