Joynagar Incident: ৭২ ঘণ্টা পার, জয়নগরে এখনও অধরা দুষ্কৃতীরা। ABP Ananda Live
West Bengal News: তৃণমূল নেতাকে (TMC Leader) গুলি করে খুন, একের পর এক গ্রামে আগুন, অভিযুক্ত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ ঘিরে তপ্ত রাজ্য রাজনীতি। এদিকে ঘটনার তিন দিন পরও অধরা অভিযুক্তরা। এখনও পুরুষশূন্য দলুয়াখাকি গ্রাম। তৃণমূল নেতাকে খুনে জড়িত সন্দেহে আগেই পিটিয়ে খুন করা হয়েছে সাহাবুদ্দিন লস্করকে। আরেক অভিযুক্ত সাহারুল শেখ এখন পুলিশ হেফাজতে রয়েছেন। তবে ঘটনার সিসি ফুটেজ (CCTV Footage) থাকলেও, খুনের ৭২ ঘণ্টা পরেও বাকি ৩ সন্দেহভাজন অধরা। গতকাল দলুয়াখাকির ঘরছাড়া বাসিন্দাদের সঙ্গে দফায় দফায় বচসা বাধে পুলিশের। সিপিএমের কয়েকজন মহিলা সদস্য বাসিন্দাদের সঙ্গে গ্রামে ঢুকতে চাইলে, পুলিশ তরফে জানিয়ে দেওয়া হয়, শুধুমাত্র বাসিন্দারাই গ্রামে ঢুকতে পারবেন। দীর্ঘক্ষণ বচসার পর শেষমেশ বিকেলে গ্রামে ফেরেন বাসিন্দারা। কিন্তু মাথার ওপর ছাদ কই? সবই জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। ABP Ananda Live