Anubrata Mondal: কেষ্টর মেডিক্যাল সার্টিফিকেট নিয়ে বিতর্কে ডাক্তার হিটলার চৌধুরী
ABP Ananda Live: কেষ্টর মেডিক্যাল সার্টিফিকেট নিয়ে বিতর্কে ডাক্তার হিটলার চৌধুরী। ব্লক স্বাস্থ্য আধিকারিক, তাও কী করে বেসরকারি মেডিক্যাল কলেজে? অনুব্রতকে 'বেড রেস্ট' লেখা চিকিৎসকের সার্টিফিকেটে প্রশ্ন বিরোধীদের। ঠিক কী হয়েছে, শান্তিনিকেতন হাসপাতালের কাছে জানতে চাইলেন কর্ণধার। 'একটা তদন্ত শুরু হয়েছে, কর্ণধারকে জানাল হাসপাতাল কর্তৃপক্ষ'। সার্টিফিকেট-বিতর্কে এমনই দাবি কেষ্ট ঘনিষ্ঠ হাসপাতালের কর্ণধার মলয় পিটের। কিন্তু কোথায় BMOH? এখনও খোঁজ নেই চিকিৎসক হিটলার চৌধুরীর।
অনুপ্রবেশ আটকাতে গিয়ে আক্রান্ত বিএসএফ জওয়ান,সীমান্ত থেকে তুলে নিয়ে গিয়ে মারধর বাংলাদেশিদের
অনুপ্রবেশ আটকাতে গিয়ে আক্রান্ত বিএসএফ জওয়ান । বিএসএফ জওয়ানকে সীমান্ত থেকে তুলে নিয়ে গিয়ে মারধর বাংলাদেশিদের । বাংলাদেশে নিয়ে গিয়ে গাছে বেঁধে বেধড়ক মারধর দুষ্কৃতীদের । মুর্শিদাবাদের সুতির নুরপুরে বিএসএফের ৭১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানকে সীমান্ত থেকে তুলে নিয়ে মারধর । বিএসএফ-বিজিবি-র ফ্ল্যাগ মিটিংয়ের পর মুক্তি পেলেন বিএসএফ জওয়ান খবরের সত্যতা স্বীকার না করলেও ওই সীমান্তের দিকে যাচ্ছেন বিএসএফের আধিকারিকর।



















