Jadavpur University: র্যাগিং নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জবাবে ক্ষোভ প্রকাশ করল UGC
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক রিপোর্ট না পেলে ধরে নেওয়া হবে, আপনাদের বলার কিছু নেই। র্যাগিং নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জবাবে এবার এই ভাষাতেই ক্ষোভ প্রকাশ করল UGC। এই চিঠিতে অত্য়ন্ত কড়া ভাষায় বলা হয়েছে, যাদবপুর কর্তৃপক্ষ এর আগে অত্যন্ত সাদা-মাটাভাবে জবাব পাঠিয়েছে। তাতে কোনও ব্য়াখ্য়া দেওয়া হয়নি। এবার নির্দিষ্ট সময়ের মধ্য়ে পদক্ষেপ না নিলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে UGC। স্পষ্টভাবে ১২টি বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে। তার মধ্য়ে রয়েছে অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নম্বর ও র্যাগিং রোধে দায়িত্বপ্রাপ্তদের ফোন নম্বর ভর্তির ব্রসিওর, নির্দেশিকায় ছাপা থাকে? র্যাগিং সংক্রান্ত বিধি নিষেধ ও শাস্তি সংক্রান্ত বিষয়ে তারা যে অবহিত এই মর্মে কোনও হলফনামায় পড়ুয়াদের সই করানো হয়েছিল? মৃত পড়ুয়া ও তার অভিভাবকের কাছ থেকে কোনও হলফনামা নেওয়া হয়েছিল? হয়ে থাকলে তার প্রতিলিপি পাঠাতে হবে। সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের যৌথ কাউন্সেলিং-এর পদক্ষেপ নেওয়া হয়েছিল? সিনিয়র ও জুনিয়রদের সঙ্গে প্রতিষ্ঠানের প্রধানের যৌথ ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছিল? নতুন ছাত্রদের সঙ্গে নিয়মিত কথা বলার জন্য কোনও ফ্যাকাল্টি ছিলেন? নবাগতদের জন্য আলাদা হস্টেলের ব্যবস্থা করা হয়েছিল? সেখানে সিনিয়রদের প্রবেশে কি নজরদারি ছিল? নতুন ছাত্ররা ভর্তি হওয়ার পর প্রথম তিন মাস ১৫ দিন অন্তর কি সমীক্ষা করা হয়?