Jagannath Snan Yatra: স্নানযাত্রার পর গজবেশে জগন্নাথদেব, দর্শন করা যাবে দিনভর
আজ জগন্নাথের স্নানযাত্রা। হুগলির মাহেশে এই স্নানযাত্রার বয়স ৬২৮ বছর। বিকেল নয়, ৪৭ বছর পর এবার ভোর থেকে চলছে স্নানযাত্রা। গজবেশে জগন্নাথদেবকে দর্শন করা যাবে দিনভর। পুরীতেও চলছে জগন্নাথের স্নানযাত্রা উৎসব। মায়াপুরেও জগন্নাথ দেবের স্নানযাত্রার আয়োজন।
২২ ঘড়া জল ঢেলে স্নান করেন মহাপ্রভু। তাই এই উৎসবের নাম স্নানযাত্রা। হুগলির মাহেশে জগন্নাথদেবের স্নানযাত্রা এবার ৬২৮ বছরে পা দিল। সকালে গর্ভগৃহ থেকে বের করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মন্দিরের বারান্দায় রাখা হয়। তারপর বিগ্রহকে নিয়ে যাওয়া হয় মন্দির সংলগ্ন মাঠের স্নানমঞ্চে। দেড়মণ দুধ ও ২২ ঘড়া গঙ্গাজল দিয়ে স্নান করানো হয় বিগ্রহকে। পুরীতে যেমন ১২ বছর অন্তর নব কলেবর হয়, মাহেশে বিগ্রহের কোনও পরিবর্তন করা হয় না। এতবছর ধরে একই বিগ্রহকে পুজো করা হচ্ছে। প্রচলিত রীতি অনুযায়ী, প্রচলিত রীতি অনুযায়ী, এরপর জগন্নাথদেবের জ্বর হওয়ায় কয়েকদিন বন্ধ থাকবে মন্দির। রথযাত্রার ২ দিন আগে ফের মন্দির খোলা হবে। সেদিনই হবে নব কলেবর উৎসব।