Khejuri : 'খেজুরির ২ BJP কর্মীর অস্বাভাবিক মৃত্যুতে তদন্তভার CID-কে দেওয়া হবে,' জানালেন বিচারপতি
ABP Ananda LIVE : খেজুরির ২ বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর তদন্তভার CID-র হাতে। CBI এখন গ্যালারি শো, মামলা CBI-কে দিলে গ্যালারি শো হয়ে যাবে, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 'CBI এখন গ্যালারি শো'। 'খেজুরির ২ বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তভার CID-কে দেওয়া হবে। এখনও CBI-কে দেওয়ার মত পরিস্থিতি তৈরি হয়নি', তাই CBI-কে তদন্তভার দেব না, প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন,'সিবিআই এখন গ্যালারি শো, মামলা এখন CBI-কে দিলে গ্যালারি শো হয়ে যাবে। DIG পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে সিট গঠন করবেন এডিজি CID', হোমিসাইড শাখার আধিকারিকরাও থাকবেন সিটে, প্রাথমিক পর্যবেক্ষনে জানালেন বিচারপতি। আগামীকাল সকালে চূড়ান্ত নির্দেশ দেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
১২ জুলাই, খেজুরিতে অস্বাভাবিক মৃত্য়ু হয় দুই বিজেপি কর্মী, ২২ বছরের সুজিত দাস এবং ৬৫ বছরের সুধীর পাইকের। আদালতে জমা পড়ে ২ বিজেপি কর্মীর দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট। যেখানে দেখা যায়। বিজেপি কর্মী সুজিত দাসের প্রথম ও দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে ফারাক রয়েছে। প্রথম রিপোর্টে উল্লেখ ছিল, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয়ে মৃত্যু। দ্বিতীয় রিপোর্টে লেখা, দেহে আঘাতের কথা। খেজুরির ভাঙনমারিতে অনুষ্ঠান দেখতে গিয়ে অস্বাভাবিক মৃত্য়ু হয় বিজেপি কর্মী সুজিত দাস ও সুধীরচন্দ্র পাইকের। পুলিশ দাবি করে, অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুজনের।




















