Kolkata Water Logging: ৫ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি, জলমগ্ন সেক্টর ফাইভ চত্বর
ABP Ananda LIVE : এমন তুমুল একটানা বৃষ্টি সাম্প্রতিক সময়ে দেখেনি শহর কলকাতা ও শহরতলি। ৫ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি হয়েছে। কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, ৫ ঘণ্টার ব্যবধানে কখনও এত পরিমাণ বৃষ্টি নথিবদ্ধ হয়নি। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার কামডহরিতে, ৩৩২ মিলিমিটার। এরপর যোধপুর পার্কে ২৮৫ মিলিমিটার, কালীঘাটে ২৮০ মিলিমিটার, তপসিয়ায় ২৭৫ মিলিমিটার। ভোর চারটে থেকে গঙ্গার সব লকগেট খোলা হয়েছে। কিন্তু দুপুর ১২টায় আবার লকগেট বন্ধ করা হবে। ফলে ওই সময় ফের ভারী বৃষ্টি হলে জলযন্ত্রণা আরও বাড়বে।
কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যু! জলেই ভাসছে দেহ, গা শিউরে ওঠা ছবি
ইদানীং কালের মধ্যে এমন দুর্যোগের ছবি বোধ হয় দেখেনি এ শহর। রাতভর বৃষ্টিতে কার্যত ভাসছে শহর। তীব্র গতিতে বইছে জলের স্রোত। এরই মধ্যে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটল শহরে। নেতাজিনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটল। রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান তিনি। কালিকাপুরেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা সামনে এসেছে। তাছাড়া বালিগঞ্জ প্লেস, বেনিয়াপুকুরেও ঘটে গিয়েছে একইরকম মর্মান্তিক ঘটনা। কোনও কোনও ক্ষেত্রে দেহ উদ্ধারও করা যাচ্ছে না জল জমে থাকার কারণে। বহু জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে জলে পড়ে রয়েছে। তড়িদাহত হওয়ার আশঙ্কায় একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে।



















