R G Kar News: সন্দীপ ঘোষ ইস্তফা দেওয়ার পরই কী করে নতুন দায়িত্ব দেওয়া হল? প্রশ্ন সুপ্রিম কোর্টের
তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন আত্মহত্যা? FIR করতে এত দেরি হল কেন? সন্দীপ ঘোষ ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গে কী করে তাঁকে নতুন দায়িত্ব দেওয়া হল? তরুণী-চিকিৎসকের খুন-ধর্ষণের ঘটনায়, আর জি কর মেডিক্য়াল কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, কড়া প্রশ্নের মুখে পড়তে হল পুলিশকেও।
আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে একের পর এক তীক্ষ্ণ প্রশ্নের মুখে পড়ল রাজ্য় সরকার ও প্রশাসন। প্রশ্নের মুখে পড়ল আর জি কর মেডিক্য়ালের সদ্য় প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের ভূমিকাও। মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চ প্রশ্ন করেন। কেন প্রথমে পরিবারকে আত্মহত্যা বলা হল? আর জি কর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ কেন প্রথমে FIR করেনি? ভোরবেলার ঘটনা, অথচ কেন রাতে FIR করা হল? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন, ঘটনার পর কী করছিলেন প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল? এই ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে FIR করা দরকার কেন পরিবারকে মৃতদেহ দেওয়ার ৩ ঘণ্টা পরে FIR দায়ের হল ভোরবেলার ঘটনা, অথচ FIR করতে কেন রাত রাত ১১ টা ৪৫ বাজল? যেখানে দেখে বোঝা যাচ্ছে, এটা আত্মহত্য়ার ঘটনা নয়, তা সত্ত্বেও, তরুণী চিকিৎসকের পরিবারকে কেন সুইসাইড বলা হল? তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন এটি আত্মহত্যার ঘটনা? সন্দীপ ঘোষ ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গে কী করে তাঁকে নতুন দায়িত্ব দেওয়া হল তা নিয়েও প্রশ্ন তোলে সর্বোচ্চ আদালত।