TMC Meeting: মিশন ২৬, টার্গেট ২১৫,নেতাজির ইন্ডোরের সভা থেকে হুঙ্কার মমতা-অভিষেকের | ABP Ananda Live
ABP Ananda Live: ছাব্বিশের ভোটে দুশো পনেরো আসন পার করতে হবে। নেতাজি ইন্ডোরে দলীয় সভায় নেতা-কর্মীদের সামনে এমনই টার্গেট সেট করে দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, দুই তৃতীয়াংশ মেজরিটি তো থাকবেই। তার থেকে বেশি বই কম হবে না। একই লক্ষ্য়মাত্রা বেঁধে দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ও। পাল্টা কটাক্ষ করে অধীর চৌধুরী বললেন, পশ্চিমবঙ্গে নির্বাচন হয় কোথায়? তৃণমূলকে কেজরিওয়ালের পরিণতির কথা মনে করিয়ে দিয়ে শমীক ভট্টাচার্য বললেন, ভাই চলে গেছে। এবার দিদিভাইও যাবে।
তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'পিকের আইপ্য়াক এটা নয়। একটা নতুন টিম। সবাই জানে, এদের সহযোগিতা করতে হবে।' আইপ্য়াক নিয়ে সুর বদল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের।গতবছর ডিসেম্বরে, তৃণমূল বিধায়কদের সঙ্গে বৈঠকে তিনি বলেছিলেন, কোনও সমীক্ষক সংস্থা থেকে ফোন করলে, গুরুত্বপূর্ণ তথ্য দেবেন না। প্রয়োজনে ফোন ধরবেন না। যার ফলে প্রশ্ন উঠেছিল, তৃণমূল থেকে কি আইপ্য়াকের 'প্য়াক আপ' হয়ে গেল?বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর থেকে, সেই সংস্থার সঙ্গে সহযোগিতার বার্তা দিলেন তৃণমূলনেত্রী। যা দেখে অনেকে বলছেন, তাহলে কি 'আইপ্য়াক' ইজ ব্য়াক?
২০১৯ সালের লোকসভা ভোটে এরাজ্য়ে তৃণমূলের আসন কমে যাওয়ার পর আইপ্য়াকের সঙ্গে গাঁটছড়া বাঁধে তৃণমূল। এই সংস্থার তদানীন্তন প্রধান প্রশান্ত কিশোরকে নিয়ে নবান্নে গেছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। কিন্তু, ২০২২ থেকে ছবিটা পাল্টাতে শুরু করে। সেবছর পুরভোটের আগে সামনে চলে আসে তৃণমূলের জোড়া প্রার্থী তালিকা। একদিকে সাংবাদিক বৈঠক করে প্রার্থীতালিকা ঘোষণা করেন তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায়রা।




















