TMC News: প্রধানমন্ত্রী রাজ্য়ে সভা করে যাওয়ার পরেই সক্রিয় CBI-ED, অভিযোগ তৃণমূলের
ABP Ananda LIVE: দমদমের সভা থেকে দুর্নীতি ইস্য়ুতে প্রধানমন্ত্রীর তৃণমূলকে আক্রমণ! তারপর তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ED-র গ্রেফতার। আর এবার তৃণমূল বিধায়ক এবং ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে CBI-এর পৌঁছে যাওয়া। এগুলোকে একসূত্রে গেঁথে পাল্টা আক্রমণ শানাচ্ছে তৃণমূল। গত শুক্রবার দমদমের সভা থেকে দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা করেন নরেন্দ্র মোদি। হুঁশিয়ারি দেন --- "যে পয়সা ভারত সরকার দিল্লি থেকে পাঠায়, সেই পয়সা আপনারদের জন্য় খরচা করা হয় না। সেই পয়সা মহিলাদের জীবন সহজ করার স্বার্থে খরচ করা হয় না, সেই পয়সা TMC-র ক্য়াডারদের উপর খরচ হয়। বাংলার চাই সত্য়িকারের পরিবর্তন, আসল পরিবর্তন। পরিবর্তন যেখানে অপরাধী, দুর্নীতিগ্রস্ত সরকারে নয়, জেলে থাকবে।" এর পরদিন অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্য়ে আর জি কর দুর্নীতির তদন্তে সিবিআই পৌঁছোয় তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে। নরেন্দ্র মোদির বক্তব্য়ের ৭২ ঘণ্টার মধ্য়ে সোমবার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছে তাঁকে গ্রেফতার করে ইডি। বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এজেন্সি নিয়ে সুর চড়ান মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এই আবহে নরেন্দ্র মোদির আক্রমণের ১৬৮ ঘণ্টার মধ্য়ে CBI পৌঁছে গেল তৃণমূল বিধায়ক এবং কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে। এই ঘটনাগুলিকে পরপর জুড়ে আক্রমণ শানাচ্ছে তৃণমূল। যদিও বিজেপি তা মানতে নারাজ।




















