WB News : '২ দলই এক, নেতাদের মধ্যেও সুসম্পর্ক,' তৃণমূলে গিয়েই বেফাঁস বিজেপি নেত্রী সঙ্ঘমিত্রা চৌধুরী
ABP Ananda LIVE : ২ দলই এক, নেতাদের মধ্যেও সুসম্পর্ক। তৃণমূলে গিয়েই বেফাঁস দক্ষিণ কলকাতার বিজেপি নেত্রী। শুভেন্দু-দিলীপের স্নেহধন্য বলে দলের কোপে পড়ার অভিযোগ। স্বাধীনতা দিবসেই বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন সঙ্ঘমিত্রা চৌধুরী, এরই মাঝে তিনি মন্তব্য করেন, তৃণমূল- বিজেপি দুটোই ডানপন্থী দল, মাননীয়া মুখ্যমন্ত্রী কিন্তু একদিন অটলবিহারী বাজপেয়ীর হাত ধরেই নেত্রী হয়েছিলেন, যেহেতু বিরোধী আমরা এক অপরের বিরোধীতা করি, কিন্তু দু,টোই ডানপন্থী দল।এটা কিন্তু নয় যে এরা বামপন্থী দল ।
আরও খবর...
রেড রোডের কুচকাওয়াজে গরমে অসুস্থ একের পর এক পড়ুয়া, ভর্তি SSKM-এর ইমার্জেন্সিতে
বৃষ্টি নেই ঠিকই। কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি তীব্র। আর তার জেরে রেড রোডে কুচকাওয়াজের অনুষ্ঠান চলাকালীনই অসুস্থ হয়ে পড়লেন স্কুল পড়ুয়ারা। এদিন অনুষ্ঠানে পারফর্ম করে অনেক স্কুল ছাত্র - ছাত্রী। বিভিন্ন জেলার স্কুল থেকে এসেছিল তারা। রেড রোডে কুচকাওয়াজে অংশ নেয় তারা। কেউ কেউ অংশ নেয় কুচকাওয়াজেও। এরপর তারা দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিল। এরই মধ্যে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে তারা।
কতজন অসুস্থ হয়ে পড়ে?
এক এক করে অন্তত ৩৯ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। সূত্রের খবর, কুচকাওয়াজ চলাকালীন প্রবল গরমে অসুস্থ হয় পড়ুয়ারা। এরপর তাদের সকলকে নিকটবর্তী SSKM হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে এসে চিকিৎসা করা হয়। এসএসকেএম-এর জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। খতিয়ে দেখতে হাসপাতালে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আছেন পুলিশ সুপার মনোজ ভার্মাও। হালপাতাল সূত্রে খবর, ৩৯ জনকে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য, সকলেইএখন সুস্থ, বিপদমুক্ত। কখনও বৃষ্টি , কখনও রোদ, প্যাচপ্যাচে ঘাম, সঙ্গে চাপা টেনশন থেকে অসুস্থ হয়ে থাকতে পারে ছাত্র - ছাত্রীরা, আশঙ্কা তেমনই ।




















