LokSabha Election: বাংলার বিধান ফের তৃণমূলের পক্ষে, লক্ষ্মীর ভাণ্ডার ভরাল তৃণমূলের ভোট ভাণ্ডার
ABP Ananda LIVE: একদিকে রামমন্দির, CAA-কে সামনে রেখে মেরুকরণের চেষ্টা। এর পাশাপাশি ছিল, নির্ধারিত সময়ের আগে, একটা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া এবং কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে দেওয়ার হুমকি। যদিও পর্যবেক্ষকরা বলছেন, বাংলায় বিজেপির সব অস্ত্রই ভোঁতা হয়ে গেল, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য়সাথীর মতো তৃণমূল সরকারের একাধিক জনমুখী প্রকল্পের ধাক্কায়। পাশাপাশি, একশো দিনের কাজের বকেয়া মজুরি রাজ্য়ের কোষাগার থেকে দেওয়ার সিদ্ধান্ত এবং একই ভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি তৃণমূল (tmc)সরকার দিয়েছে, বিজেপি তাতেই কয়েক যোজন পিছিয়ে পড়েছে।
বালুরঘাটে (Balurghat) চলছে শেষ রাউন্ডের গণনা। ১৭ রাউন্ড শেষে ৯ হাজার ২৬৯ ভোটে এগিয়ে সুকান্ত মজুমদার । এখনও হাল ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস কর্মীরা। গণনা কেন্দ্রে দফায় দফায় উত্তেজনা, বাড়ল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। উল্লেখ্য, ফের ল্য়ান্ডস্লাইড ভিকট্রি তৃণমূলের। একুশের পর চব্বিশ বিধানসভার পর এবার লোকসভা। বঙ্গে ফের সবুজ ঝড়ে ধরাশায়ী হল গেরুয়া। মমতা-অভিষেক ম্য়াজিকে একের পর এক তৃণমূল প্রার্থীরা জিতলেন শুধু তাই নয়, ঘাসফুল ঝড়ে হারলেন দাপুটে নেতা-নেত্রীরাও। হল না ডাবল হ্য়াটট্রিক। থমকে গেল বহরমপুরের 'রবিনহুডে'র বিজয়রথ।রাজনীতিতে নবাগত তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে হারলেন অধীর চোধুরী। ১৯৯৯ সাল থেকে বহরমপুরের সাংসদ ছিলেন। বাম আমল হোক বা তৃণমূলের জমানা, বহরমপুরে এতদিন অপরাজেয় থেকেছেন তিনি। এই প্রথম অধীরকে ফেরাল তাঁর গড়। কাজে দিল না 'বহিরাগত' তত্ত্বে প্রচার। প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের কাছে হারলেন দিলীপ ঘোষ। মেদিনীপুরের বিদায়ী সাংসদ। এবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি। কেন্দ্র বদলে খালি হাতে ফিরলেন দিলীপ। বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভায় অমিত শাহের ডেপুটি ছিলেন।