এক্সপ্লোর
Avinash Pandey: ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের, ভারতীয় চ্যাপ্টারে সভাপতি এবিপি নেটওয়ার্কের CEO অবিনাশ পাণ্ডে। Bangla News
ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের, ভারতীয় চ্যাপ্টারে সভাপতি নির্বাচিত হলেন এবিপি নেটওয়ার্কের CEO অবিনাশ পাণ্ডে। ২০০৫ সাল থেকে ABP গ্রুপের বিভিন্ন দায়িত্বপূর্ণে পদ সামলেছেন তিনি। অর্থনৈতিক দিক থেকে বিশ্বের প্রথম দশটি দেশ ছাড়াও, মোট ৭৬টি রাষ্ট্রের কর্পোরেট সংস্থা, তরুণ পেশাদাররা যুক্ত রয়েছেন, এই ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের সঙ্গে। ৮০ বছরের পুরনো এই সংস্থার সদর দফতর নিউ ইয়র্কে।
ইন্ডিয়া
ছয় বছর বয়সে ২ ছেলের বাবা! মঙ্গলকোটে প্রকাশ্য়ে এল চাঞ্চল্য়কর তথ্য়
আরও দেখুন






















