Subrata Mukherjee: 'দল পরিবর্তন হলেও বন্ধুত্ব অটুট ছিল', ৫০ বছরের বন্ধুকে হারিয়ে শোকস্তব্ধ প্রদীপ ভট্টাচার্য| Bangla News
প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। শোকস্তব্ধ বাংলার রাজনৈতিক মহল। এই নিয়ে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya) বলেন, "সুব্রতর সঙ্গে আমার সম্পর্ক প্রায় ৫০ বছরের বা তারও বেশি। চিন্তার পার্থক্য ছিল। দল পরিবর্তন হয়েছে, কিন্তু মনের পরিবর্তন হয়নি কখনও। বন্ধুত্ব কখনও বিসর্জন দেননি। সুব্রতর মৃত্যু বাংলার রাজনীতিতে ইন্দ্রপতন। যখন ওঁকে হাসপাতালে দেখতে গেলাম তখন জিজ্ঞেস করলেন, আমি কেমন আছি? বলেছিলাম ভাল আছি, ওঁকে বললাম তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। বলেছিলেন, হ্যাঁ, সুস্থ হয়ে বাড়ি আসবেন। সুস্থ হয়ে বাড়ি এসে খবর দিতে বলেছিলাম। বলেছিলাম অনেক দিন আড্ডা হয় না, আড্ডা দিতে যাব একদিন ওঁর বাড়ি। সেই আড্ডাটা হল না। এই দুঃখ, যন্ত্রণা আমার বুকের মধ্যে থেকেই যাবে।"


















