Left Party worker's Death: '১১ ফেব্রুয়ারি আহত হলে ১৩ তারিখ পর্যন্ত কোথায় ছিলেন?' মইদুল ইসলামের মৃত্যু নিয়ে প্রশ্ন পুলিশের
ডিওয়াইএফআই (DYFI) নেতা মইদুল ইসলামের মৃত্যু নিয়ে পুলিশের তরফে বেশ কয়েকটি বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে, '১৩ ফেব্রুয়ারি রাত ২টোয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। লাইফলাইন নার্সিংহোমে ভর্তি করা হয় মইদুলকে। ১১ ফেব্রুয়ারি আহত হলে ১৩ তারিখ পর্যন্ত কোথায় ছিলেন? প্রাথমিকভাবে পুলিশ জেনেছে, একটি ক্লিনিকে ভর্তি ছিলেন। কোনও সরকারি হাসপাতালে কেন ভর্তি করা হল না? কেনই বা পুলিশকে বিষয়টি জানানো হল না? ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টার সময় হাসপাতাল থেকে রিপোর্ট। হাসপাতাল থেকে শেক্সপিয়র সরণি থানায় রিপোর্ট যায়। এখনও পর্যন্ত কোথায় কোনও অভিযোগ দায়ের হয়নি। বিষয়টি খতিয়ে দেখছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। মৃতদেহ নিয়ে মিছিল হবে, এমনও পুলিশকে জানানো হয়নি। পা ছাড়া মৃতদেহে বাহ্যিক কোনও আঘাতের চিহ্ন ছিল না। নবান্ন অভিযানে বাম নেতার মৃত্যু নিয়ে দাবি পুলিশের।




















