(Source: ECI/ABP News/ABP Majha)
Rajiv Gandhi DeathAnniversary:আজ রাজীব গাঁধীর ৩৩তম মৃত্যু বার্ষিকী,বীরভূমিতে উপস্থিত কংগ্রেস নেতৃত্ব
ABP Annada LIVE: আজ রাজীব গাঁধীর ৩৩তম মৃত্যু বার্ষিকী। বীরভূমিতে উপস্থিত রয়েছেন কংগ্রেস নেতৃত্ব। এই মূহুর্তে উপস্থিত রয়েছেন সোনিয়া গাঁধী, মল্লিকার্জুন খাড়গে, রাহুল গাঁধী সকলে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। সোনিয়া গাঁধী এবং মল্লিকার্জুন খার্গের মতো অন্যান্য কংগ্রেস নেতাদের সঙ্গে রাহুল গাঁধী দিল্লির বীর ভূমিতে রাজীব গাঁধীর মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। আরও খবর, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিপুরীতে মেগা রোড শো করেন। জগন্নাথধামে মহাপ্রভুর পুজোও দেন প্রধানমন্ত্রী। সম্বিত পাত্র মোদির পুরীর আগমন সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন, ‘প্রভু জগন্নাথদেব মোদীজির ভক্ত।’এই বক্তব্যের জন্য নিজের সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছেন সম্বিত। 'আজ মহাপ্রভু শ্রী জগন্নাথের বিষয়ে আমার যা ভুল হয়েছে, তার জন্য আমি অত্যন্ত পিড়িত। আমি মহাপ্রভু শ্রী জগন্নাথর কাছে মাথা নত করে ক্ষমাপ্রার্থনা করতে চাই। আমি এই ভুল সংশোধন করার জন্য আগামী ৩ দিন উপবাসে থাকব। জয় জগন্নাথ। 'বিতর্কের মুখে ক্ষমা চাইলেন সম্বিত পাত্র। পুরী লোকসভা কেন্দ্রের প্রচারে সোমবার সৈকত শহরে প্রচার করেছেন মোদি। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে 'ভুল' মন্তব্য করে বসেন বিজেপি নেতা। বিজেপি প্রার্থী সম্বিত পাত্রের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ ঘিরে উত্তাল ভারতীয় রাজনীতির আঙিনা।