Sourav Ganguly: La Liga-র সঙ্গে মউ এগিয়ে দেবে বাংলার ফুটবলকে, আশাবাদী সৌরভ | ABP Ananda LIVE
Sourav Ganguly: বাংলায় অ্যাকাডেমি গড়া নিয়ে রাজ্য সরকারের সঙ্গে লা লিগা কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরিত হল মউ। এই পদক্ষেপের জেরে উপকৃত হবে বাংলার ফুটবল, বলছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। লা লিগার (La Liga) মউ সাক্ষর প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন 'যে কোনও খেলার উন্নয়নের ক্ষেত্রে স্পোর্টস অ্যাকাডেমির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দারুণ এক পদক্ষেপ। স্প্যনিশ ফুটবল কোচেরা বাংলায় যাবেন। বাংলায় ফুটবল কতটা জনপ্রিয়, তা আর নতুন করে বলার প্রয়োজন নেই। গোটা বিশ্ব স্পেনের ফুটবল সম্পর্কে জানে। একেবারে অল্প বয়স থেকে তরুণ প্রতিভাদের গড়ে-পিঠে তোলার কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।' বাংলার ফুটবলে আগেও স্প্যানিশ সাহায্যের প্রসঙ্গ উল্লেখ করে মহারাজের সংযোজন, 'এর আগে অ্যাটলেটিকো কলকাতার ক্লাবের সঙ্গে যুক্ত ছিল। তখন আমরা দেখেছি টেকনিক্যাল সাপোর্ট কাকে বলে। টেকনিক্যাল সাপোর্ট পেলে শুধু ফুটবলই নয়, ক্রিকেট থেকে হকি, সব খেলাতেই উন্নতি হয়। স্প্যানিশ ফুটবলের থেকে সাহায্য মোহনবাগান, ইস্টবেঙ্গল থেকে মহমেডান, সব ক্লাবই পাবে। '