Birendra Krishna Bhadra: যাঁর কণ্ঠে 'মহালয়া' বাঙালির হৃদয়ে, সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যেতেন না ঠাকুরঘরে!

বাঙালির যাঁকে চেনা কন্ঠ দিয়ে, তাঁর জীবনে রয়েছে কত অজানা গল্প। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিন উপলক্ষ্যে, শুভাশিস মুখোপাধ্যায়ের কলমে এক কিংবদন্তির গল্প।
Source : ABP Ananda
কলকাতা: বীরেনবাবুকে, অর্থাৎ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র (Birendra Krishna Bhadra) মহাশয়কে আমি সেভাবেই চিনেছিলাম, যেভাবে আর পাঁচটা মানুষের তাঁর সঙ্গে প্রথম আলাপ। একেবারে বাল্যকালে। সেই আলাপের সূত্রপাত ছিল,
Blog (Blog) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে