Asia Powerful Country List: এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশগুলির মধ্যে চতুর্থ স্থানে ভারত
ভারত এই মহাদেশের আঠেরোটি দেশের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে। ভারত ভবিষ্যত সম্পদ পরিমাপে সেরা পারফরম্যান্স দেখিয়েছে।
নয়া দিল্লি: লোই ইনস্টিটিউট এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২১, শক্তিধর দেশগুলির যে র্যাঙ্কিং প্রকাশ করেছে, তাতে ভারত চতুর্থ স্থানে রয়েছে। শক্তিধর দেশগুলির তালিকায় ক্রমশ উপর দিকে উঠছে ভারত। সম্পদ ও প্রভাবের ভিত্তিতে দেশগুলোর আপেক্ষিক ক্ষমতার র্যাঙ্কিং করা হয়। যদিও দেশের সামগ্রিক স্কোর ২০২০-এর তুলনায় দুই পয়েন্ট কমে গিয়েছে।
ভারত এই মহাদেশের আঠেরোটি দেশের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে। যে যে ক্ষেত্রে এগিয়ে ভারত, তাঁর মধ্যে যেমন ভবিষ্যত সম্পদ পরিমাপে সেরা পারফরম্যান্স দেখিয়েছে। এক্ষেত্রে ভারতের আগে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আছে মাত্র দু’টি দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিন। বিশেষজ্ঞদের মত, করোনা ভাইরাস মহামারীর প্রভাবের কারণে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির হয়ে ওঠার সুযোগ হারিয়েছে ভারত।
লোই ইনস্টিটিউট তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভারত তার আঞ্চলিক প্রতিরক্ষা কূটনীতিতে অগ্রগতি প্রতিফলিত করলেও প্রতিরক্ষা নেটওয়ার্কে সপ্তম স্থানে রয়েছে। সামগ্রিক ক্ষমতার শীর্ষ দশটি দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, জাপান, ভারত, রাশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড।
মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপানের সঙ্গে কোয়াড জোটগঠন ভারতের জন্য যথেষ্ট লাভদায়ী হয়েছে, এমনটাই মত। অন্যদিকে অর্থনৈতিক সম্পর্কস্থাপনের দিক দিয়ে আবার অষ্টম স্থানে নেমে গিয়েছে ভারত। রিজিওনাল ট্রেড ইন্টিগ্রেশন এফোর্টে অবনতি ঘটেছে ভারতের। রিপোর্টে দেখা যাচ্ছে, যে পরিমাণ সম্পদ আছে, তার তুলনায় প্রভাব অনেকটাই কম রয়েছে ভারতের।
অর্থনৈতিক সক্ষমতা, সেনাবাহিনীর শক্তি, সহনশীলতা এবং সাংস্কৃতিক দিক দিয়েও ভারত চতুর্থ স্থানে রয়েছে। এই মুহূর্তে কোন দেশের শক্তির সাম্য ঠিক কতটা, তাও দেখানো হয়েছে রিপোর্টটিতে৷ দেখা যাচ্ছে, এশিয়ার মাঝারি মানের শক্তিধর দেশ ভারত। ২০১৮ থেকেই লোই ইন্সটিটিউট এই সমীক্ষাটি করে থাকে।