Calcutta High Court: বাংলায় নিষিদ্ধ 'দ্য কেরালা স্টোরি', আদালতে মামলা দায়েরের আবেদন
মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। রাজ্যের বিজ্ঞপ্তি খারিজের আবেদন। দ্রুত শুনানির সম্ভাবনা।
সৌভিক মজুমদার, কলকাতা: বাংলায় নিষিদ্ধ 'দ্য কেরালা স্টোরি'। হাইকোর্টে (Calcutta High Court) দুটি জনস্বার্থ মামলা দায়েরের আবেদন। মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। রাজ্যের বিজ্ঞপ্তি খারিজের আবেদন। দ্রুত শুনানির সম্ভাবনা।
জনস্বার্থ মামলা দায়েরের আবেদন: হিন্দি ছবি 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করেছে রাজ্য সরকার।তৃণমূল সরকারের আমলে এই প্রথম সরকারিভাবে কোনও ছবির প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। সোমবার নবান্নে, 'দ্য কেরালা স্টোরি'র বিরুদ্ধে জাত-পাতের রাজনীতির পাশাপাশি কোনও একটি সম্প্রদায়কে হেনস্থার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। আর বাংলায় দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করার পরই মামলা দায়েরের অনুমতি চেয়ে আবেদন করা হল হাইকোর্টে। রাজ্যের বিজ্ঞপ্তি খারিজের আবেদন। মামলা দায়ের করার অনুমতি দিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। দুটি জনস্বার্থ মামলার একটি দায়ের করেছেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস এবং আরেকটি করেছেন বিজেপি নেতা দেবদত্ত মাঝি।
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'রাজনৈতিক দলগুলি বর্ণবাদ, ডিভাইড অ্যান্ড রুল পলিসির আগুন নিয়ে খেলে। কেন এই 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি? এক দলের মানুষকে অসম্মান করার জন্য। কেন এই 'দ্য কেরালা স্টোরি'? যদিও আমি সিপিএমকে সাপোর্ট করি না। ওরাও বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। আমার বদলে ওদের উচিত ছিল এই ছবির সমালোচনা করা।' তাঁর মতে এই ছবিতে গল্প বিকৃত করা হয়েছে। ফলে এই ছবি যাতে বাংলায় কোথাও দেখানো না হয় সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন জানান যে 'দ্য কেরালা স্টোরি' যে যে প্রেক্ষাগৃহে চলছে তাদের মালিককে বলা হবে এই ছবি বন্ধ করার জন্য। কাল থেকেই এই ছবির সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হবে। যদি এরপরও কোনও হলে এই ছবি দেখানো হয় তাহলে সেই হলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এদিকে রাজ্য়ে 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে মুখ্য়মন্ত্রীকে উদ্দেশ্য় করে শিল্পী শুভাপ্রসন্ন বলেন, 'শিল্পী স্বাধীনতায় হস্তক্ষেপ করার মতো অন্য়ায় কিছু হতে পারে না। স্তাবকদের কথা না শুনে, উনি নিজে যদি সিনেমাটি দেখতেন, তাহলে হয়তো নিষিদ্ধ করতেন না।'
আরও পড়ুন: Walking Fact: পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?