East Midnapore News: দাম্পত্য কলহের জেরে, এক বছরের শিশুকে খুন করার অভিযোগ বাবাসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে
পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বাবার বিরুদ্ধেই শিশুকে খুনের অভিযোগ উঠল! মহদুতিপুরের বাসিন্দা ভগবত পালের সঙ্গে বিয়ে হয় ইড়কা গ্রামের মঞ্জুশ্রী বেরার।
বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: দাম্পত্য কলহের জেরে এক বছরের শিশুকে খুন (Child Murder) করার অভিযোগ উঠল বাবা-সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা।
যার মুখের দিকে তাকিয়ে সর্বস্ব ত্য়াগ করতে পারেন বাবা-মা, যার সুখের জন্য় জীবন পর্যন্ত বিসর্জন দিতে পারেন বাবা মায়ের মধ্যে অশান্তির শিকার হল সেই এক বছরের শিশু, পূর্ব মেদিনীপুরের (East Midnapore) নন্দকুমারে (Nandakumar) বাবার বিরুদ্ধেই শিশুকে খুনের অভিযোগ উঠল! মহদুতিপুরের বাসিন্দা ভগবত পালের সঙ্গে বিয়ে হয় ইড়কা গ্রামের মঞ্জুশ্রী বেরার।
পরিবার সূত্রে খবর, মঞ্জুশ্রী অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই দুজনের মধ্যে অশান্তির সৃষ্টি হয়। এর পর থেকে সন্তানকে নিয়ে বাপের বাড়িতেই থাকতেন তিনি।
মঞ্জুশ্রীর পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাতে তাঁর স্বামী, শ্বশুর, শাশুড়িসহ ৪ জন আসে। বাড়ির অন্য সদস্যরা না থাকার সুযোগে মঞ্জুশ্রীকে মারধর করে।
এমন কী বাদ যায়নি একরত্তিও। পরে ২ জনকে বাগানে হাত পা বাঁধা অবস্থা উদ্ধার করা হয়। শিশুকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
আক্রান্ত গৃহবধূর বাবা স্বপন বেরা বলেন, বাড়িতে এসে দেখি এরকম অবস্থা। বাচ্চাটাকে মেরেছে। আগে থেকেই অত্যচার। সন্তানহারা গৃহবধূর দাবি, পুলিশ ব্যবস্থা নিলে এই ঘটনা ঘটত না।
আক্রান্ত গৃহবধূ মঞ্জুশ্রী বেরার কথায়, আগেই যদি পুলিশ ব্যবস্থা নিতে তাহলে এই দিন দেখতে হত না। নন্দকুমারের বিডিও শানু বক্সীর কথায়, ঘটনার খবর পেয়েছি। ঘটনার সঠিক তদন্ত যাতে হয় তা জানিয়েছি পুলিশকে। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তদের খোঁজ মিলছে না।
আরও পড়ুন: পুলিশ নাকের ডগায় চলছিল বালি চুরি, এবিপি আনন্দর ক্যামেরা দেখেই জঙ্গলে লুকোলেন বালি খাদানের মালিক