Recruitment Scam : পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলরকে তলব ED র
Partha Chatterjee News : সকাল ১১.৩০টায় সিজিও কমপ্লেক্সে হাজির হতে নির্দেশ দিয়েছে ইডি।
কলকাতা : প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে চলতি মাসেই, কলকাতা ও বিধাননগর পুরসভার ২ তৃণমূল কাউন্সিলর, বাপ্পাদিত্য় দাশগুপ্ত ও দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালায় CBI আর এবার শিক্ষা দুর্নীতি ( Recruitment Scam ) মামলায় পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee ) ঘনিষ্ঠ কাউন্সিলরকে তলব করা হল ইডির তরফে। কলকাতা পুরসভার ( KMC ) ১২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকারকে ( Partha Sarkar ) তলব করল ইডি ( ED ) । সকাল ১১.৩০টায় সিজিও কমপ্লেক্সে হাজির হতে নির্দেশ দিয়েছে ইডি। এর আগে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই।
কে এই পার্থ
একসময় পার্থ চট্টোপাধ্যায়ের ডানহাত বলে পরিচিত ছিলেন পার্থ সরকার। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এর আগে গত ৪ মে, ১২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থ সরকারের বেহালার পর্ণশ্রীর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই।
কী অভিযোগ পার্থর বিরুদ্ধে
শিক্ষা নিয়োগ দুর্নীতির একটা মোটা অঙ্কের টাকা ঢুকেছিল মন্ত্রী পার্থর ঘনিষ্ঠ আরেক পার্থর কাছে। কুন্তল ঘোষ ও তাপস মণ্ডলকে জেরা করে এমনই তথ্য উঠে এসেছে বলে দাবি করেছে ED। তাই তলব করা হয়েছে কলকাতা পুরসভার ১২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থ সরকার ওরফে ভজাকে। ED-র দাবি, শুধু পার্থ চট্টোপাধ্যায় বা মানিক ভট্টাচার্য নন, পার্থ ঘনিষ্ঠ ভজাকেও টাকা দিয়েছেন কুন্তল-তাপসরা। সেই টাকা পার্থর হাত ধরে কি অন্য কোথাও পৌঁছেছে? জানতে তৃণমূল কাউন্সিলরের সম্পত্তির নথি, ব্যাঙ্ক ডিটেলস ও আয়কর রিটার্ন সংক্রান্ত তথ্য তলব করেছে ED।
নিয়োগ দুর্নীতি-তদন্তে গত ৩০ নভেম্বর, কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও কলকাতা পুরসভায় তৃণমূলের মুখ্য সচেতক এবং একদা পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বাপ্পাদিত্য দাশগুপ্ত ও বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও সিবিআই-তল্লাশি চলে। বিধাননগরের তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট মিলেছে বলে দাবি করে সিবিআই । এছাড়াও নাকি পাওয়া গেছে ৫-৬ জনের চাকরির বদলি সংক্রান্ত নথি। অন্যদিকে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ি থেকেও অ্যাডমিট কার্ড উদ্ধার হয়েছে বলে দাবি করে সিবিআই। তার বাড়িতেই মিলেছে ১০০ পাতার নিয়োগ সংক্রান্ত নথি, দাবি সিবিআই সূত্রে।
আরও পড়ুন :
এবার বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা