Shantiniketan: কেন হবে না পৌষ মেলা? গেট ভেঙে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ঢুকে বিক্ষোভ
এ বছরও শান্তিনিকেতনে (Santiniketan) পৌষ মেলা (Poush Mela) হবে না। গতকালই এ কথা জানিয়ে দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ (Visva Bharati) এবং শান্তিনিকেতন ট্রাস্ট (Santiniketan Trust)।
বীরভূম: পৌষ মেলা হবে না, বিশ্বভারতীর (Viswa Bharati University) পক্ষ থেকে জানানোর পরেই বিক্ষোভ বাংলা সংস্কৃতি মঞ্চের। শান্তিনিকেতনে বিক্ষোভ মিছিল সংস্কৃতি মঞ্চের। বিশ্বভারতীতে ঢোকার রাস্তার গেটের সামনে বিক্ষোভ বোলপুর ব্যবসায়ী সমিতি এবং শান্তিনিকেতন কবিগুরু হস্তশিল্প মার্কেটের। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের ধাক্কাধাক্কি। গেট খুলে বিশ্ববিদ্যালয়ে ঢুকে বিক্ষোভ ব্যবসায়ী সমিতির।
এ বছরও শান্তিনিকেতনে (Santiniketan) পৌষ মেলা (Poush Mela) হবে না। গতকালই এ কথা জানিয়ে দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ (Visva Bharati) এবং শান্তিনিকেতন ট্রাস্ট (Santiniketan Trust)। এ দিন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে মেলা নিয়ে বৈঠক হয়। প্রায় ৩ ঘন্টা বৈঠকের পর সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেলা না হওয়ার কারণ হিসাবে যে পাঁচটি বিষয় তুলে ধরা হয়েছিল। তার মধ্যে অন্যতম হল, মেলা আয়োজন করতে যে সময় লাগে, তা নেই। অনলাইনে স্টল বুকিং করার জন্য IIT খড়গপুরের সাহায্য চাওয়া হয়েছিল। তারও কোনও উত্তর পাওয়া যায়নি বলে দাবি বিশ্বভারতী কর্তৃপক্ষের। তাছাড়া, গ্রিন ট্রাইবুনালের তরফেও মেলা নিয়ে কোনও নির্দেশ আসেনি। এই প্রেক্ষাপটে, শান্তিনিকেতন ট্রাস্ট জানিয়েছে ছোট মেলা করা আর্থিকভাবে লাভজনক হবে না। কম সময় থাকার জন্য ইলেকট্রিক, পানীয় জল, নিরাপত্তাসহ বিভিন্ন আয়োজন করা বিশ্বভারতী কতৃপক্ষের পক্ষে করা সম্ভব নয়। সব দিক বিবেচনা করেই মেলা হবে না বলে জানিয়ে দেওয়া হয়।
আর আজ এই সিদ্ধান্তের বিরোধীতায় দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়। মেলা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল আগেই। কয়েকদিন আগে শান্তিনিকেতন ট্রাস্ট জানিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলা নিয়ে কোনও কিছু জানায়নি। ফলে শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠে পৌষমেলা হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।