UPSC: আমূল বদলে যাবে পরীক্ষা পদ্ধতি, নিট বিতর্কের পর বড় ঘোষণা UPSC-র
UPSC Exam: পরীক্ষাকেন্দ্রে জালিয়াতি রুখতে এবার থেকে আধার-ভিত্তিক ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন, পরীক্ষার্থীর ফেসিয়াল রেকগনিশন, লাইভ এআই ভিত্তিক সিসিটিভি ক্যামেরা এগুলি নতুনভাবে বসানো হবে।
কলকাতা: নিট বিতর্ক নিয়ে দেশজুড়ে উত্তাল নাগরিকরা। আর এই বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত নিল ইউপিএসসি। সম্প্রতি শিক্ষানবিশ পূজা খেড়কারের ভুয়ো নথি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে সারা দেশে। ইউপিএস্পসির মত বড় পরীক্ষাতেও (UPSC Exam) কীভাবে এই জালিয়াতি হতে পারে, তা নিয়ে চিন্তায় সারা দেশের উৎসাহী পরীক্ষার্থীরা। এর মধ্যে পরীক্ষা পদ্ধতিকেই আমূল বদলে ফেলতে চলেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। পরীক্ষাকেন্দ্রে জালিয়াতি, অসদুপায় অবলম্বন করা রুখতে এবার থেকে আধার-ভিত্তিক ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন, পরীক্ষার্থীর ফেসিয়াল রেকগনিশন, লাইভ এআই ভিত্তিক সিসিটিভি ক্যামেরা এগুলি নতুনভাবে বসানো হবে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে এবং এর মাধ্যমে পরীক্ষার্থীদের যাচাই করা হবে।
শিক্ষানবিশ আইএএস অফিসার পূজা খেড়কারের ঘটনা প্রকাশ্যে আসার পরেই এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। নিজের তথ্য জাল করার অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটি বসেছে, তাঁর শিক্ষানবিশ পর্ব এখনই স্থগিত করে দেওয়া হয়েছে। সিভিল সার্ভিসের মত পরীক্ষাতেও কীভাবে জালিয়াতি হয়, এই ঘটনায় নড়ে চড়ে বসেছে ইউপিএসসি কর্তৃপক্ষ। তাছাড়া নিটকে ঘিরেও জালিয়াতি, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে সম্প্রতি। সব মিলিয়ে দেশের সবথেকে বড় পরীক্ষা কঠিনতম পরীক্ষা হওয়ার সুবাদে এবার কড়াকড়ি আরও তীব্র হতে চলেছে ইউপিএসসিতে।
এখন ইউপিএসসির পক্ষ থেকে পাবলিক সেক্টর আন্ডারটেকিং সংস্থার কাছে আর্জি জানানো হয়েছে যাতে তারা এই পরীক্ষা চলার সময় উল্লিখিত প্রযুক্তির যোগান দিতে পারে। এই পরিষেবাগুলির মধ্যে রয়েছে আধার-ভিত্তিক ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন, পরীক্ষার্থীর ফেসিয়াল রেকগনিশন, লাইভ এআই ভিত্তিক সিসিটিভি ক্যামেরা এবং ই-অ্যাডমিট কার্ড স্ক্যানিং।
টেন্ডার নোটিশে ইউপিএসসি এও জানিয়েছে যে, পরিষেবাদানকারী সংস্থাকে পরীক্ষার দু-তিন সপ্তাহ আগে থেকে পরীক্ষাকেন্দ্র, পরীক্ষার নির্ঘণ্ট, প্রতি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা বিস্তারে জানিয়ে দেওয়া হবে এবং পরীক্ষার সাত দিন আগে সমস্ত পরীক্ষার্থীর তথ্য জানানো হবে। শুধুই সিভিল সার্ভিস পরীক্ষা নয়, সারা বছরে গ্রুপ এ ও গ্রুপ বি-র জন্য আরও ১৪টি পরীক্ষা নিয়ে থাকে ইউপিএসসি। সমস্ত পরীক্ষার জন্যেই এই নতুন প্রযুক্তি চালু করা হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Success Story: দুর্ঘটনায় মারা যান বাবা, UPSC জয় করে মায়ের মুখে হাসি ফুটিয়েছেন নভনীত
Education Loan Information:
Calculate Education Loan EMI