এক্সপ্লোর
Advertisement
বিরোধীদের আক্রমণ গিরিরাজের, বুথ ফেরত সমীক্ষা জালিয়াতি, পাল্টা দাবি তেজস্বী-শরদের
বিহারে এবারের লোকসভা নির্বাচনে ৪০টি আসনের মধ্যে এনডিএ-র ঝুলিতে ৩০ বা তার বেশি যাবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায়।
পটনা: গতকাল শেষ হয়েছে এবারের লোকসভা নির্বাচন। বৃহস্পতিবার ফলপ্রকাশ। তার আগে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাতেই এনডিএ-র ক্ষমতায় ফেরার ইঙ্গিত দেওয়া হয়েছে। এই সমীক্ষাকে সামনে রেখে বিরোধীদের আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। পাল্টা বুথ ফেরত সমীক্ষাকে জালিয়াতি বলে দাবি করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব এবং সমাজবাদী ঘরানার প্রবীণ নেতা শরদ যাদব।
বিহারে এবারের লোকসভা নির্বাচনে ৪০টি আসনের মধ্যে এনডিএ-র ঝুলিতে ৩০ বা তার বেশি যাবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায়। তবে এই সমীক্ষা মানতে নারাজ তেজস্বী। তিনি দাবি করেছেন, ‘বাজারের বাধ্য-বাধকতার প্রয়োজনে অন্য নামে এই বুথ ফেরত সমীক্ষা করা হচ্ছে। বঞ্চিত শ্রেণির মানুষের মানসিক অবস্থার উপর প্রভাব খাটানোর জন্য এটা সংঘ পরিবারের পুরনো কৌশল। বিহারের ২০১৫ সালের বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিনেও সংবাদমাধ্যমে দেখানো হচ্ছিল আমরা হারছি। বিজেপি ও তাদের জোটসঙ্গীরা পটকা ফাটানোও শুরু করে দিয়েছিল। কিন্তু আরজেডি, জেডি(ইউ) ও কংগ্রেসের জোট দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জিতে সরকার গঠন করে। বিজেপি-র নোংরা খেলা ঠেকানোর জন্য স্ট্রংরুমে কড়া নজর রাখতে হবে।’
Exit polls of Lok Sabha election are fraud not d truth. Ground reality was totally different & against d NDA. Which people have done this survey & consists of which castes ? Survey is against democracy. I would pray let d democracy survives & as such defeat of NDA is necessary.
— SHARAD YADAV (@SharadYadavMP) May 20, 2019
শরদ ট্যুইট করে বলেছেন, ‘লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা সত্যি নয়, জালিয়াতি। বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এবং এনডিএ-র বিরুদ্ধে। কারা, কোন জাতের লোককে নিয়ে সমীক্ষা চালিয়েছে? সমীক্ষা গণতন্ত্রের বিরোধী। আমি চাই গণতন্ত্র বেঁচে থাকুক। এনডিএ-র হার জরুরি।’
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement