Panchayat Poll 2023: '..কী চাইছেন মমতা ?' ভোটের দিনে 'হিংসার' অভিযোগ তুলে প্রশ্ন অধীরের
Adhir Attacks Mamata: পঞ্চায়েত ভোটের দিন ভয়াবহ অভিযোগ তুলে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়ের দিকে বড় প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা, কী বললেন অধীর চৌধুরি ?
মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) দিন ভয়াবহ অভিযোগ তুলে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়ের দিকে বড় প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি। মূলত পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা থেকে শুরু করে মনোনয়ন পর্ব-সহ আজ ভোট দিন অবধি অশান্তি অব্যহত রাজ্যের জেলায় জেলায়। অপরাধের সেই তালিকায় অন্য সবাইকে পিছনে ফেলে এগিয়ে মুর্শিদাবাদ। যা নিয়ে প্রায় সব দলই উদ্বেগের মুখে। স্পর্শকাতর এলাকা বুঝেই এবার বাহিনীও মোতায়েন করা হয়েছে। তবে এতকিছুর পরও, অভিযোগ পাহাড় মুর্শিদাবাদে।
এদিন অধীর চৌধুরী বলেন, যখন সাধারণ মানুষ ভোট দিতে ভোট কেন্দ্রের দিকে যাচ্ছেন, তখন পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তুলেছেন তিনি। বিশেষ করে রাজ্যের এই পরিস্থিতির মাঝে উদ্বেগজনক পরিস্থিতি সবথেকে বেশি মুর্শিদাবাদেই দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা। 'আমি জানতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় কেমন ধরণের গণতন্ত্র চাইছেন ? ' প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এ নিয়ে ট্যুইট শেয়ার করেছে এএনআই সংবাদ সংস্থা।
#WATCH | Murshidabad: "...When common voters are going to participate in the polling, police were resorting to lathi charges...to disperse the voters...The situation in the state and particularly in Murshidabad is very tense and hostile...I want to ask CM Mamata Banerjee what… pic.twitter.com/fKJB5z3Pa1
— ANI (@ANI) July 8, 2023
আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
মূলত, পঞ্চায়েত ভোটের অনেক আগে থেকেই রাজ্যের বোমা উদ্ধার হোক, কিংবা বিস্ফোরণের ঘটনায় বারবার মাথা তুলেছে মুর্শিদাবাদ। আর একেবারে ভোটের মনোনয়ন পর্বের মাঝেও হিংসা অব্যহত ছিল। এদিকে এই স্পর্শকাতর কেন্দ্র নিয়ে কম মাথাব্যাথা নেই রাজ্যের বিরোধী তথা শাসক শিবিরের। আর এই ইস্যুতেই এবার ভোটের দিনে তৃণমূল সুপ্রিমোকে তীব্র আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
প্রসঙ্গত, ডায়মন্ড হারবারে ভোটকর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে ভোট লুঠের অভিযোগ ওঠে এদিন। অভিযুক্ত তৃণমূল। প্রতিবাদে ব্যালট বাক্স ফেলা হয় পুকুরে বলে অভিযোগ। অসহায় প্রিসাইডিং অফিসার, পুলিশ। কোচবিহারেও এদিন চলে ভোট-সন্ত্রাস। খুন, বোমাবাজি, গুলির অভিযোগ। প্রার্থীর বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। বুথে তাণ্ডব, মাঠে ব্যালট বাক্স। এমনকি প্রিসাইডিং অফিসারকে মারধরের অভিযোগ ওঠে। ভোট লুঠের অভিযোগে আগুন।