PM Modi News : ৩৭০ ধারা বাতিলের পর কাল প্রথমবার উপত্যকায়, কী কর্মসূচি প্রধানমন্ত্রীর ?
Jammu and Kashmir: সামনেই লোকসভা ভোট। এদিকে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার দাবি জানিয়েছে বিরোধী দলগুলি
নয়াদিল্লি : কেটে গেছে চারটি বছর। ৩৭০ ধারা বাতিল নিয়ে চাপানউতোর কাটিয়ে এখন কেমন আছে উপত্যকা ? তা নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন সময়ে চর্চা চলে। কিন্তু, কেন্দ্রের সেই পদক্ষেপের পর কাল প্রথমবার উপত্যকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেখানে একাধিক প্রকল্পের আবরণ উন্মোচন করার পাশাপাশি শ্রীনগরে জনসভা করবেন তিনি।
সরকারি বিবৃতি অনুযায়ী, শ্রীনগরের বক্সি স্টেডিয়ামে "Viksit Bharat Viksit Jammu Kashmir" অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে উপত্যকার কৃষিজ-আর্থিক উন্নতির জন্য ৫ হাজার কোটি টাকার উদ্যোগের উদ্বোধন করবেন।
সামনেই লোকসভা ভোট। এদিকে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার দাবি জানিয়েছে বিরোধী দলগুলি। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্ধারিত সফর ঘিরে সেখানকার রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। তিনি সভা করতে এসে কী বার্তা দেন সেদিকে নজর রাখছে বিভিন্ন মহল।
২০১৯ সালের ৫ অগাস্ট বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে দেয়। এর পাশাপাশি পূর্ববর্তী রাজ্যকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ...এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয়।
সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে, পর্যটন শিল্পের সঙ্গে সম্পর্কিত দেশজোড়া প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যার মূল্য আনুমানিক ১৪০০ কোটি টাকার বেশি। "Swadesh Darshan" ও "PRASHAD" প্রকল্পে ওই টাকা বিনিয়োগ করা হবে।
এর পাশাপাশি প্রধানমন্ত্রী "Dekho Apna Desh People's Choice Tourist Destination Poll" ও "Chalo India Global Diaspora" অভিযানের সূচনা করবেন। জম্মু ও কাশ্মীরে প্রায় নিযুক্ত হয়ে যাওয়া ১ হাজার জনকে সরকারি চাকরির নিয়োগপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে কথা বলবেন। সাক্ষাৎ করার কথা সফল মহিলা, কৃষক ও উদ্যোক্তাদের সঙ্গেও।
গত বছর ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ রায় দেয় যে, কেন্দ্রীয় সরকারের তরফে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত অসাংবিধানিক নয়। সুপ্রিম কোর্ট জানায়, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত ঠিক। ৩৭০ ধারা (article 370 abrogation verdict) লাগু অস্থায়ী ব্যবস্থা ছিল বলে রায় দেয় সুপ্রিম কোর্ট। জম্মু-কাশ্মীরে ভারতের সংবিধানই চলবে বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।