এক্সপ্লোর

Top Entertainment News Today: গোয়ায় পৌঁছলেন জ্যাকি-রকুলপ্রীত, তৈরি হবে 'পুষ্পা ৩'? বিনোদনের সারাদিন

Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।

কলকাতা: বিয়ের দিন চারেক আগেই গোয়ায় উড়ে গেলেন হবু দম্পতি জ্যাকি ভাগনানি (Jacky Bhagnani) ও রকুলপ্রীত সিংহ (Rakulpreet Singh)। আসছে 'পুষ্পা ৩' (Pushpa 3)? কী জানালেন অল্লু অর্জুন (Allu Arjun)? দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।

'অল ইন্ডিয়া র‍্যাঙ্ক' ছবির সঙ্গীত পরিচালনায় দুই বঙ্গতনয়

 প্রথমবার ক্যামেরার পিছনে বরুণ গ্রোভার (Varun Grover)। আসছে তাঁর পরিচালনায় প্রথম ছবি 'অল ইন্ডিয়া র‍্যাঙ্ক' (All India Rank)। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে দুই বাঙালি, ময়ূখ মৈনাক (Mayukh Mainak)। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ছবির হাত ধরেই প্রবেশ তাঁদের। বিনোদন দুনিয়ার এক অতিপরিচিত ও বহুমুখী প্রতিভার নাম বরুণ গ্রোভার। তিনি একাধারে স্ট্যান্ড-আপ কমেডিয়ান, গীতিকার, লিখেছেন একাধিক হিট ছবির চিত্রনাট্য। 'মাসান' বা 'সেক্রেড গেমস'-এর মতো প্রজেক্টের সঙ্গে জড়িত থেকেছেন তিনি। এবার তিনিই পরিচালকের আসনে। এই ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাবেন দুই বাঙালি। ময়ূখ ও মৈনাক বহুদিনই মুম্বইয়ের বাসিন্দা। বাংলা ছবিতে কাজের পর, সমুদ্রপাড়ে তাঁদের বাস। কাজ করেছেন একাধিক বিজ্ঞাপনে। 'অল ইন্ডিয়া র‍্যাঙ্ক' ছবির হাত ধরে সঙ্গীত পরিচালক হিসেবে হিন্দি সিনে দুনিয়ায় তাঁদের প্রবেশ। 

কোন রোগে আক্রান্ত ছিলেন 'দঙ্গল' অভিনেত্রী সুহানি ভাটনগর?

শনিবার, ১৭ ফেব্রুয়ারি, হঠাৎই মেলে সেই মর্মান্তিক খবর। মাত্র ১৯ বছর বয়সেই প্রয়াত 'দঙ্গল' খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনগর (Suhani Bhatnagar Demise)। পর্দায় তাঁকে আমির খানের (Aamir Khan) কন্যার চরিত্রে, অর্থাৎ ববিতা ফোগতের ছোটবেলার চরিত্রে অভিনয় করতে দেখেছেন দর্শক। তাঁর অকালপ্রয়াণে শোকের ছায়া নামে বিনোদন দুনিয়ায়। কিন্তু তাঁর মৃত্যুর কারণ? মুখ খুললেন অভিনেত্রীর অভিভাবক। এক জাতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, মেয়ের অকাল প্রয়াণের কারণ মিডিয়ার সঙ্গে ভাগ করেছেন সুহানির বাবা পুনীত ভাটনগর। তিনি জানান যে সুহানি 'ডারমাটোমায়োসাইটিস'-এ (dermatomyositis) আক্রান্ত ছিলেন। সেই কারণে গত ১০ দিন ধরে তিনি দিল্লির এইমসে ভর্তি ছিলেন। তিনি এও জানান যে রোগ নির্ণয়ের মাস দুয়ের আগে থেকে সুহানির হাত ফুলতে শুরু করে। 

ফের জুটি  বাঁধছেন বনি-প্রিয়ঙ্কা

সাইকোলজিক্যাল থ্রিলারের পরে নতুন ছবিতে জুটি বাঁধছেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। ছবির নাম 'রবিন'স কিচেন' (Robin's Kitchen)। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং, সামনেই মুক্তি পাবে 'বাপ্পা' পরিচালিত এই ছবি। এই ছবির গল্প একটি ক্যাফে ঘিরে। ছবিতে বনির চরিত্রের নাম রবিন। প্রসঙ্গত, সামনেই মুক্তি পাবে বনি ও প্রিয়ঙ্কার অন্য আরও একটি ছবি, 'অহল্যা'। এই ছবিতে আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পায়েল সরকার (Payel Sarkar)-ও।

আসবে 'পুষ্পা ৩'?  কী বললেন অল্লু অর্জুন?

অল্লু অর্জুন (Allu Arjun) অনুরাগীরা এখন অধীর আগ্রহে অপেক্ষায় 'পুষ্পা: দ্য রুল' (Pushpa: The Rule) মুক্তির। সম্প্রতি ছবির দ্বিতীয় ভাগের একটি পোস্টার শেয়ার করে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে নির্মাতাদের তরফে। ২০২৪ সালের ১৫ অগাস্ট, প্রেক্ষাগৃহে বিভিন্ন ভাষায় মুক্তি পেতে চলেছে 'পুষ্পা ২' (Pushpa 2)। আপাতত অল্লু অর্জুন উপস্থিত রয়েছেন 'বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল'-এ (Berlin Film Festival)। আর সেইখানেই তিনি জানালেন 'পুষ্পা ৩'-এর (Pushpa 3) ব্যাপারে! হ্যাঁ, ঠিকই পড়ছেন। অভিনেতা জানিয়েছেন 'পুষ্পা' ফ্র্যাঞ্চাইজি তৃতীয় ছবি নিয়ে আসতে চলেছে। 

শনিবারই গোয়ায় পৌঁছলেন রকুলপ্রীত-জ্যাকি

বলিউডে ফের বিয়ের সানাই। অভিনেত্রী রকুলপ্রীত সিংহের (Rakulpreet Singh) সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন প্রযোজক জ্যাকি ভাগনানি (Jacky Bhagnani)। শনিবার সন্ধ্যায় গোয়ায় পৌঁছন হবু দম্পতি। বিয়ের আগে বিমানবন্দরে একসঙ্গে ক্যামেরাবন্দি হন রকুল ও জ্যাকি। শনিবার সন্ধ্যা থেকে একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। প্রথমে মুম্বই বিমানবন্দরে তারপরে গোয়ায় জ্যাকি ভাগনানি ও রকুলপ্রীত সিংহকে একসঙ্গে দেখা যায়। বিয়ের কিছুদিন আগেই ডেস্টিনেশনে পৌঁছলেন হবু বর ও কনে। সঙ্গে অবশ্যই ছিলেন তাঁদের পরিবারের লোকজন। 

শূন্যে ঝুলে বিশেষ শরীরচর্চায় মগ্ন রুক্মিণী

অভিনয়ের পাশাপাশি তিনি কড়া নজর দেন শরীরচর্চাতেও। তাঁর কেরিয়ারে আসা মডেলিংয়ের হাত ধরে, তারপরে অভিনয়। তবে আজ, সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটা ছবি শেয়ার করে কার্যত তাক লাগিয়ে দিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এরিয়াল যোগা-র বেশ কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করে নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই এরিয়াল যোগার একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে রুক্মিণী লিখেছেন, 'রবিবারের মোটিভেশন: ধৈর্য ধরুন, জীবনে ভারসাম্য আসবেই'। কালো পোশাকে যোগভ্যাসে মগ্ন রুক্মিণী। আর তাঁর এই ছবি দেখে অনুরাগীরা অনেকে লিখেছেন, 'দেবদাও হার মানবে তোমার ছবি দেখে'। 

এখন যে আয়িশা টাকিয়াকে চেনাই দায়!

তাঁর প্লাস্টিক সার্জারি বারে বারে এসেছে চর্চায়, কটাক্ষের মুখেও পড়েছেন এই বলিউড নায়িকা। তবে সদ্য, বিমানবন্দরে ক্যামেরাবন্দি হতেই নতুন করে চর্চা শুরু হয়েছে তাঁর চেহারার বদল নিয়ে। এতটাই বদল যে চেনাই যাচ্ছে না একসময়ের জনপ্রিয় এই বলিউড অভিনেত্রীকে। তিনি আয়েশা টাকিয়া (Ayesha Takia)। সদ্য, বিমানবন্দরে প্রকাশ্যে আসা তাঁর ছবি দেখেই বোঝা যায়, বেশ কিছুটা ওজন বেড়েছে তাঁর। বদলে গিয়েছে মুখের আদলও। এই ছবিতে আয়েশার পাশে ছিলেন তাঁর ছেলে। এই ছবি প্রকাশ্যে আসতেই চূড়ান্ত কটাক্ষের শিকার হল অভিনেত্রী। অনেকেই তাঁর আগের চেহারার সঙ্গে তাঁর তুলনা করে লেখেন, আয়েশার আগের চেহারাই ভাল ছিল। আরোপিত এই সৌন্দর্য্য মোটেই ভাল লাগছে না।

'মৃত্যুর হাত থেকে রক্ষা' পেলেন রশ্মিকা

বিমানের যান্ত্রিক ত্রুটির (Technical Glitch) জের। মাঝপথে জরুরি অবতরণ করানো হল এয়ার ভিস্তারার (Air Vistara) একটি বিমানের যেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna)। মুম্বই থেকে হায়দরাবাদ ফেরার পথে এই ঘটনা ঘটে। তাঁর সঙ্গে ছিলেন অপর অভিনেত্রী শ্রদ্ধা দাস (Shraddha Das)। ঝাঁকুনি এবং প্রযুক্তিগত সমস্যার কারণে বিমান উড়ান নেওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যেই মুম্বইতে ফিরে আসতে বাধ্য হয়। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে যে ফেরত আসার সিদ্ধান্ত নেওয়া হয় যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে। প্রসঙ্গত, ওই বিমানে ছিলেন 'অ্যানিম্যাল' অভিনেত্রী রশ্মিকা মান্দানা। এদিন তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি স্টোরি দিয়ে তাঁর অভিজ্ঞতা শেয়ার করেন। শ্রদ্ধা দাসের সঙ্গে একটি সেলফি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, 'এভাবেই আমরা মৃত্যুর মুখ থেকে রেহাই পেয়েছি আজ...'। বোঝাই যাচ্ছে দুই অভিনেত্রী-সহ প্রত্যেক যাত্রীকেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে এদিন। 

আরও পড়ুন: Top Social Post Today: 'এরিয়াল যোগা'-য় মগ্ন রুক্মিণী, বিমানে বিপত্তি রশ্মিকার, দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি

'পারিয়া'র বক্স অফিস কালেকশন?

৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) পরিচালিত 'পারিয়া' (Pariah)। মুক্তির চারদিনের মাথায় নির্মাতারা জানান শহর ও শহরতলির একাধিক প্রেক্ষাগৃহে 'পারিয়া' হাউজফুল (Housefull)। যার ফলস্বরূপ বাড়ানো হয় শোয়ের সংখ্যাও। এবার নির্মাতাদের তরফে প্রকাশ্যে আনা হল প্রথম সপ্তাহের আয়ের পরিমাণও (Box Office Collection)। গতকাল, শনিবার, 'পারিয়া' ছবির ডিস্ট্রিবিউটপ শতদীপ সাহা তাঁর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'পারিয়া'র প্রথম সপ্তাহে মোট আয়ের পরিমাণ ঘোষণা করেন। তিনি লেখেন, 'পারিয়া প্রথম সপ্তাহের মোট আয়: ৫৭.৭ লক্ষ টাকা।' তবে একইসঙ্গে তিনি এও উল্লেখ করেন নন্দন-সহ আরও কয়েকটি প্রেক্ষাগৃহের থেকে রিপোর্ট পাওয়া বাকি। অর্থাৎ প্রথম সপ্তাহের মোট আয়ের পরিমাণ বাড়তে পারে আরও খানিক, কারণ প্রথম সপ্তাহে নন্দন ২-এ প্রত্যেকদিন 'পারিয়া' হাউজফুল ছিল বলে জানানো হয় নির্মাতাদের তরফে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: 'মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করছে কংগ্রেস', বললেন প্রদীপ ভট্টাচার্য
'মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করছে কংগ্রেস', বললেন প্রদীপ ভট্টাচার্য
Mamata Banerjee Birthday: মমতাকে জন্মদিনের শুভেচ্ছা মোদির, লিখলেন, 'দীর্ঘায়ু হোন, সুস্থ থাকুন'
মমতাকে জন্মদিনের শুভেচ্ছা মোদির, লিখলেন, 'দীর্ঘায়ু হোন, সুস্থ থাকুন'
OYO Hotel Booking: অবিবাহিত যুগলদের হোটেলে 'নো এন্ট্রি', চেক ইনে লাগবে এই নথি  
অবিবাহিত যুগলদের হোটেলে 'নো এন্ট্রি', চেক ইনে লাগবে এই নথি  
Fixed Deposit: নতুন বছরে বড় উপহার দিল SBI এবং HDFC, ফিক্সড ডিপোজিটে এই গ্রাহকরা পাবেন বেশি সুদ
নতুন বছরে বড় উপহার দিল SBI এবং HDFC, ফিক্সড ডিপোজিটে এই গ্রাহকরা পাবেন বেশি সুদ
Advertisement
ABP Premium

ভিডিও

Bangladesh News: বাংলাদেশের হিন্দু নিপীড়নের প্রতিবাদে দুর্গানগরে সমাবেশ | ABP Ananda LIVECongress: 'মমতাকে কংগ্রেস থেকে বহিষ্কার করতে বারণ করেছিলাম..', বিস্ফোরক মন্তব্য প্রদীপ ভট্টাচার্যের | ABP Ananda LIVEBangladesh News: বাংলাদেশের ৫০ জন বিচারকের ভারত সফরের অনুমতি প্রত্যাহার | ABP Ananda LIVESonarpur Incident: রাজপুর-সোনারপুরে বাড়ি থেকে বের হচ্ছে সন্দেহজনক তরল, নমুনা সংগ্রহ পুরপ্রতিনিধিদের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live Updates: 'মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করছে কংগ্রেস', বললেন প্রদীপ ভট্টাচার্য
'মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করছে কংগ্রেস', বললেন প্রদীপ ভট্টাচার্য
Mamata Banerjee Birthday: মমতাকে জন্মদিনের শুভেচ্ছা মোদির, লিখলেন, 'দীর্ঘায়ু হোন, সুস্থ থাকুন'
মমতাকে জন্মদিনের শুভেচ্ছা মোদির, লিখলেন, 'দীর্ঘায়ু হোন, সুস্থ থাকুন'
OYO Hotel Booking: অবিবাহিত যুগলদের হোটেলে 'নো এন্ট্রি', চেক ইনে লাগবে এই নথি  
অবিবাহিত যুগলদের হোটেলে 'নো এন্ট্রি', চেক ইনে লাগবে এই নথি  
Fixed Deposit: নতুন বছরে বড় উপহার দিল SBI এবং HDFC, ফিক্সড ডিপোজিটে এই গ্রাহকরা পাবেন বেশি সুদ
নতুন বছরে বড় উপহার দিল SBI এবং HDFC, ফিক্সড ডিপোজিটে এই গ্রাহকরা পাবেন বেশি সুদ
App Download Fraud:  অ্যাপস ডাউনলোডের মাঝেই জালিয়াতির ফাঁদ ! এই বিষয়গুলি জানেন তো ? 
অ্যাপস ডাউনলোডের মাঝেই জালিয়াতির ফাঁদ ! এই বিষয়গুলি জানেন তো ? 
ISRO Grows Crops in Space: মাত্র চারদিনে মহাকাশে শস্য ফলিয়ে নয়া মাইলফলক ছুঁল ISRO, সরাসরি আমেরিকা, চিনকে টেক্কা ভারতের
মাত্র চারদিনে মহাকাশে শস্য ফলিয়ে নয়া মাইলফলক ছুঁল ISRO, সরাসরি আমেরিকা, চিনকে টেক্কা ভারতের
BSNL Recharge: BSNL-এ দারুণ অফার, বিনামূল্যে এক মাস ৬০ জিবি অতিরিক্ত ডেটা
BSNL-এ দারুণ অফার, বিনামূল্যে এক মাস ৬০ জিবি অতিরিক্ত ডেটা
Malda TMC Leader Death: এখনও অধরা মালদাকাণ্ডে আরও ২ অভিযুক্ত, 'মাথার দাম' ঘোষণা পুলিশের
এখনও অধরা মালদাকাণ্ডে আরও ২ অভিযুক্ত, 'মাথার দাম' ঘোষণা পুলিশের
Embed widget