![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
K K Song: 'আমায় যেন বিদায় বলতে এসেছিল কে কে', স্মৃতিচারণায় গুলজার
K K Song: ২৬ বছরের কেরিয়ারে বার বার মানুষকে সুরের বাঁধনে বেঁধেছেন, মুগ্ধ করেছেন কে কে। এই গানটিতে প্রকৃতিকে বিবরণ করা হয়েছে।
![K K Song: 'আমায় যেন বিদায় বলতে এসেছিল কে কে', স্মৃতিচারণায় গুলজার K K Song: Sherdil: The Pilibhit Saga's first song relesed, Gulzar, Shantanu Maitra and Srijit shares their experience K K Song: 'আমায় যেন বিদায় বলতে এসেছিল কে কে', স্মৃতিচারণায় গুলজার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/06/0ac697d1f940e86a20e53955e2e72ff9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: নতুন ছবির নতুন গানের মুক্তি। কিন্তু এই গানে মাদকতা ছড়িয়েছেন তিনি, গানের মুক্তির দিন যে তিনি থাকবেন না, ভাবতে পারেননি কেউই। মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) নতুন 'শেরদিল' (Sher Dil)-এর গান 'ধুপ পানি বহেনে দে' (Dhop Paani Bahene De)। এই গানটি সম্ভবত শেষ গাওয়া গান 'কে কে' (K K) ওরফে কৃষ্ণকুমার কুন্নাথের (Krishnakumar Kunnath)।
২৬ বছরের কেরিয়ারে বার বার মানুষকে সুরের বাঁধনে বেঁধেছেন, মুগ্ধ করেছেন কে কে। এই গানটিতে প্রকৃতিকে বিবরণ করা হয়েছে। এই গানটি রেকর্ড করার পরে গুলজার বলেছিলেন, 'এই ছবিতে সৃজিত মুখোপাধ্যায় আমার একটি উপকার করেছে। কেবলমাত্র আমায় একটি ভালো ছবির জন্য গান লেখার সুযোগই করে দেয়নি। কিন্তু এই গানের সৌজন্যে আমার বহু বছর পরে কে কে-র সঙ্গে দেখা হল। আমার প্রথম ছবি 'মাচিজ'-এ গান গেয়েছিল কে কে। 'ছোড় আয়ে হাম ও গলিয়াঁ'। যখন কে কে এই গানটা গাইতে স্টুডিওতে ঢুকল, আমার ভীষণ আনন্দ হয়েছিল। ভাবতে পারিনি এটা ওর গাওয়া শেষ গান হবে। ও যেন আমাকে বিদায় বলতে এসেছিল। শেরদিল-এর এই গানটা পরিবেশকে বর্ণনা করেছে। জঙ্গল, বন, পশু ও পাখিতে রক্ষা করার ডাক দেওয়া হয়েছে এই গানে। ওর আরও একটু বেশিদিন থাকা উচিত ছিল। ও সবসময় আমার মনে থাকবে। 'শেরদিল' যত এগিয়ে যাবে, কে কে আমাদের মনে থেকে যাবে।'
আরও পড়ুন: Bangla Movies Release List: চলতি মাসে যে যে বাংলা ছবি মুক্তি পাবে, দেখে নিন একনজরে
শান্তনু মৈত্র বলছেন, 'কে কে প্রতিটা গান গাওয়ার সময় সেটাকে নিজের করে নিত। ও এই গানটা পেয়ে আমায় বলেছিল, প্রায় ২ দশক পরে গুলজার আমায় একটা গান পাঠিয়েছেন। গানটা নিয়ে কথা বলতে গিয়েও খুব উৎসাহী ছিল কে কে। বলেছিল, যুবক যুবতীদের এই গান শোনা উচিত।'
সৃজিত বলছেন, 'আমরা গুলজার সাবের কবিতা পড়ে বড় হয়েছি। কে কে-র গান কৈশোরে শুনে আমরা বেড়ে উঠেছি। আমার কাছে একটা জোড়া স্বপ্নপূরণের মত।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)