Kangana Ranaut: খুব ভাল বন্ধু, তাও কেন সুযোগ পেয়েও সলমনের সঙ্গে জুটি বাঁধলেন না কঙ্গনা?
Kangana Ranaut and Salman Khan: কঙ্গনা জানিয়েছেন, তাঁকে 'বজরঙ্গী ভাইজান' ও 'সুলতান' এই দুটি ছবিই অফার করেছিলেন সলমন খান।

কলকাতা: সলমন খানের সঙ্গে নাকি তাঁর ভাল বন্ধুত্ব। তবে কখনোই একসঙ্গে জুটি বাঁধা হয়নি তাঁদের। বলিউডের তিন খান, শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খান (Salman Khan) ও আমির খান (Amir Khan), কারও সঙ্গেই নাকি কাজ করেননি তিনি। তবে সলমন খানের সঙ্গে ভাল বন্ধুত্ব রয়েছে তাঁর। একসঙ্গে কাজ করার ও সুযোগ এসেছে বহুবার। তবে কেন কাজ করা হয়নি একসঙ্গে? এবার সেই বিষয়েই একটি সাক্ষাৎকারে মুখ খুললেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।
কঙ্গনা জানিয়েছেন, তাঁকে 'বজরঙ্গী ভাইজান' ও 'সুলতান' এই দুটি ছবিই অফার করেছিলেন সলমন খান। তবে তিনি চরিত্র শুনে কাজ করতে রাজি হননি। কঙ্গনার কথায়, 'সলমন আমায় 'বজরঙ্গী ভাইজান' ছবিটার জন্য অফার করেছিল। আমি ওকে বলেছিলাম, 'এ আবার কেমন চরিত্র দিচ্ছো আমায়?' এরপরে সলমন আমায় 'সুলতান' ছবিটার জন্য অফার করেছিল। কিন্তু আমি চরিত্র শুনে নাকচ করে দিই। তখন সলমন আমায় বলেছিল, 'আর কিই বা চরিত্র তোমায় দেওয়া যেতে পারে বলো তো?'
বর্তমানে নিজের নতুন ছবি 'ইমার্জেন্সি' (Emergency)-র প্রচারে ব্যস্ত রয়েছেন কঙ্গনা। সেই ছবিটি নাকি ইতিমধ্যেই সলমন দেখে ফেলেছেন বলে জানিয়েছেন কঙ্গনা। সলমন তাঁদের এক বন্ধুর সঙ্গে ছবিটি দেখতে গিয়েছিলেন আর তারপরে কঙ্গনাকে ফোন করে ছবিটির প্রশংসা করছিলেন। সেই সময়ে কঙ্গনা বলেছিলেন, 'তুমি জানতে ছবিটা বেরোচ্ছে, কিন্তু তুমি তার আগে নিজে গিয়ে সেটা দেখোনি।' কঙ্গনা বলেছেন, এতটাই ভাল সম্পর্ক তাঁর সলমনের সঙ্গে।
প্রসঙ্গত, জানুয়ারি মাসের ১৭ তারিখে মুক্তি পাচ্ছে 'ইমার্জেন্সি' ছবিটি। এর আগে একাধিকবার এই ছবিটির মুক্তি হতে হতেই একাধিক কারণে ছবিটির মুক্তি আটকে গিয়েছিল। তবে এবার অবশেষে ছবিটি মুক্তি পাচ্ছে। অন্যদিকে, এর আগে কঙ্গনা জানিয়েছিলেন, কেবল সলমন খান নয়, ৩ খানের সঙ্গেই তাঁর খুব ভাল সম্পর্ক। যদি চিত্রনাট্য ভাল হয়, তাহলে তিনি ৩ খানকে নিয়েই একটি ছবি পরিচালনা করতে চান।
View this post on Instagram
আরও পড়ুন: Ex Fossile Band member death: অকাল প্রয়াণ 'ফসিলস'-এর প্রাক্তন সদস্যের, বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
