এক্সপ্লোর
Advertisement
চিদম্বরম, কার্তিকে ৫০ লক্ষ টাকা ঘুষ দিয়েছেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়, দাবি সিবিআই চার্জশিটে
ইন্দ্রাণী সিবিআইয়ের কাছে বিবৃতি দিয়ে দাবি করেছেন, ঘুষ সংক্রান্ত ব্যাপারে আলোচনা করতে ২০০৭ সালের মার্চ-এপ্রিল নাগাদ চিদম্বরমের সঙ্গে বৈঠক করেন তিনি।
নয়াদিল্লি: আইএনএক্স মিডিয়া মামলায় জেলবন্দি প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তি চিদম্বরমকে ৫০ লক্ষ টাকা ঘুষ দেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়। টাকা লেনদেন হয় সিঙ্গাপুর, মরিশাস, বারমুডা, ইংল্যান্ড ও সুইজারল্যান্ডে। বিশেষ আদালতে এই মামলায় দায়ের করা চার্জশিটে সিবিআই এই অভিযোগ করেছে। এই ৫ দেশে এই মামলায় সরকারিভাবে তথ্য সাহায্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। জবাবের অপেক্ষায় রয়েছে তারা।
ফৌজদারি ষড়যন্ত্র, লোক ঠকানো, জালিয়াতি, জাল নথিতে স্বাক্ষর ও সরকারি কর্মীর ওপর প্রভাব খাটানোর বদলে ঘুষ নেওয়া, সরকারি পদের অপব্যবহার ও সরকারি কর্মী হওয়া সত্ত্বেও ফৌজদারি অপরাধের অভিযোগে সিবিআই চারটি সংস্থা ও দশজন ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দায়ের করেছে। এই চার সংস্থা হল আইএনএক্স মিডিয়া প্রাইভেট লিমিটেড, আইএনএক্স নিউজ প্রাইভেট লিমিটেড, চেস ম্যানেজমেন্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ও অ্যাডভান্টেজ স্ট্র্যাটেজিক কনসাল্টিং প্রাইভেট লিমিটেড। আর অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন আইএনএক্স কেলেঙ্কারির সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকা পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তি। আইএনএক্সের তৎকালীন ডিরেক্টর পিটার মুখোপাধ্যায়ও চার্জশিটে অভিযুক্ত হয়েছেন। তবে শিনা বোরা হত্যা মামলায় জেলে থাকা ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে রাজসাক্ষী করেছে সিবিআই।
ইন্দ্রাণী সিবিআইয়ের কাছে বিবৃতি দিয়ে দাবি করেছেন, ঘুষ সংক্রান্ত ব্যাপারে আলোচনা করতে ২০০৭ সালের মার্চ-এপ্রিল নাগাদ চিদম্বরমের সঙ্গে বৈঠক করেন তিনি। ২০১৭-র মে মাসে আইএনএক্স মিডিয়া দুর্নীতির তদন্তে মামলা দায়ের করে সিবিআই। অভিযোগ, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সীমা ৪.৬২ কোটি টাকা হলেও এই সংস্থায় আইন ভেঙে ৪০৩.০৭ কোটি টাকা বিদেশি বিনিয়োগ হয়। সেই বিদেশি অর্থ থেকে ৪০.৯১ কোটি টাকা আইএনএক্স মিডিয়া বেআইনিভাবে ঢালে তারই সহযোগী সংস্থা আইএনএক্স নিউজ প্রাইভেট লিমিটেডে।
সিবিআইয়ের অভিযোগ, এই লেনদেন নিয়ে পিটার ও ইন্দ্রাণীর সঙ্গে তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী চিদম্বরম ও তাঁর ছেলে কার্তির বেআইনি বোঝাপড়া হয়। এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও চিদম্বরমের বিরুদ্ধে টাকা পাচারের মামলা দায়ের করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ইন্ডিয়া
খবর
Advertisement