Chandrayaan 3 Mission : চন্দ্রযানের পাড়ি, ভারতের চাঁদ-যাত্রা নিয়ে কী শোনাল 'লিসা' ?
AI Anchor Lisa : কেতা-দুরস্ত সংবাদ পাঠিকার মতোই ভোলবদলে সে রাখল ভারতের বিভিন্ন চাঁদ-অভিযান নিয়ে তথ্য। কেমন হয়েছে সেই উপস্থাপনা ? তা নিয়ে অবশ্য শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
ভুবনেশ্বর : শাড়ি ছেড়ে কোর্ট-প্যান্ট। চন্দ্রযান ৩-এর উপক্ষেপণের দিনে ভোলবদলে ভারতের চাঁদ-যাত্রা শোনাল 'লিসা'। ভারতের প্রথম এআই (AI) সংবাদ পাঠিকার সঙ্গে ইতিমধ্যে পরিচিত হয়ে গিয়েছে গোটা দেশ। ওড়িশার চ্যানেল ওটিভি কিছুদিন আগেই যাকে সামনে এনেছে। সেদিন শাড়ি পরিহিত লিসা (AI Anchor LISA) আত্মপ্রকাশের কথা জানিয়েছিল নিজে মুখেই। আর শুক্রবার কেতা-দুরস্ত সংবাদ পাঠিকার মতোই ভোলবদলে সে রাখল ভারতের বিভিন্ন চাঁদ-অভিযান নিয়ে তথ্য। কেমন হয়েছে সেই উপস্থাপনা ? তা নিয়ে অবশ্য শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
ওড়িয়া ভাষায় স্থানীয়দের জন্য ভারতের চন্দ্রযান অভিযান সম্পর্কে তথ্য সামনে রেখেছে লিসা। ২০০৮ সালে প্রথমবার চাঁদের মাটিতে গিয়ে চন্দ্রযানের জলের খোঁজ পাওয়া থেকে ২০১৯ সালে চন্দ্রযান ২ -র ল্যান্ডিংয়ের সময় অঘটন। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন করে ২০২৩ সালে চাঁদকে হাতের মুঠোয় পাওয়ার চেষ্টা। আমেরিকা-রাশিয়া-চিনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে পা রাখার প্রত্যাশা। সব তথ্যই উঠে এসেছে লিসার বয়ানে। চন্দ্রযান ৩- এর অভিযান শুরু থেকে শেষ করতে সময় লাগবে মোট এক চন্দ্র দিন অর্থাৎ প্রায় পৃথিবীর প্রায় ১৪ দিনের সমান। এতে যে ল্যান্ডার রয়েছে সেটি চাঁদের মাটিতে মাসখানেকের একটু বেশি সময় ধরে পর্যবেক্ষণ চালিয়ে তথ্য সংগ্রহ করবে। ২২ বা ২৩ আগস্ট চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান ৩।
প্রসঙ্গত, এর আগে চাঁদের মাটিতে নামতে গিয়ে ভেঙে পড়েছিল চন্দ্রযান ২ (২০১৯)। গতবারের তুলনায় তিনভাগের একভাগ কম খরচে চাঁদে যাচ্ছে চন্দ্রযান ৩। চাঁদের দক্ষিণ মেরুতে নামবে চন্দ্রযান ৩। এই দক্ষিণ মেরুতেই প্রথমবার জলের খোঁজ পেয়েছিল ইসরোর পাঠানো চন্দ্রযান ১। চন্দ্রযান ৩ প্রায় তার আগের ভার্সান অর্থাৎ চন্দ্রযান ২- এর মতোই। তবে চন্দ্রযান ২- এর সময় অর্থাৎ ভারতের দ্বিতীয় চন্দ্র অভিযানের সময় মহাকাশযানে ছিল একটি অরবিটার। ন্দ্রযান ৩- এর ক্ষেত্রে এই অরবিটার নেই। ২০১৯ সালের ২২ জুলাই লঞ্চ হয়েছিল চন্দ্রযান ২। তার প্রায় চার বছরের মাথায় এবার উৎক্ষেপণ হল চন্দ্রযান ৩।
AI anchor 'LISA' presents a brief history of India’s missions to the Moon #ISRO #Chandrayaan3 #MoonMission pic.twitter.com/TJFfsKjUK7
— OTV (@otvnews) July 14, 2023
উৎক্ষেপণের পর ইতিমধ্যে পৃথিবীর পাশে অর্বিটে জায়গা করে নিয়েছে চন্দ্রযান ৩। এবার শুরু হয়েছে চাঁদের পথে যাত্রা।
দেখুন- চাঁদের দেশে পাড়ি ভারতের, চন্দ্রযান ৩-র সফল উৎক্ষেপণ, অপেক্ষা ইতিহাস-গর্বের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Wooden Furniture: বর্ষার আর্দ্রতায় নষ্ট হচ্ছে বাড়ির কাঠের আসবাব? জেনে নিন কীভাবে নেবেন যত্ন