এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
China on CoronaVirus:করোনার উৎস নিয়ে তদন্ত করতে দেয়নি চিন, দাবি মার্কিন বিদেশ মন্ত্রকের
Coronavirus in China: আমেরিকা ওই রিপোর্টে অভিযোগ করেছ, ভাইরাস উৎপত্তিস্থল সম্পর্কে চিনের কমিউনিস্ট পার্টি ভুল তথ্য দিয়েছে। উহানের ওই ল্যাবেই রোগ লুকিয়ে আছে বলে উল্লেখ করেছে তারা। অভিযোগ ওই ল্যাবে গোপনে বিভিন্ন কাজ করা হয়।
বেজিং: চিনের উহানের ইনস্টিটিউট অব ভাইরোলজি নিয়ে তথ্য প্রকাশ করল মার্কিন বিদেশ মন্ত্রক। তাদের দাবি বারবার তদন্ত আটকে দিয়েছে চিন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গতিবিধি সম্পর্কে রিপোর্ট দিয়েছে তারা। ওই প্রতিষ্ঠান থেকে ভাইরাস ছড়িয়েছে বলে রিপোর্টে বেজিংকে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে।
আমেরিকা ওই রিপোর্টে অভিযোগ করেছ, ভাইরাস উৎপত্তিস্থল সম্পর্কে চিনের কমিউনিস্ট পার্টি ভুল তথ্য দিয়েছে। উহানের ওই ল্যাবেই রোগ লুকিয়ে আছে বলে উল্লেখ করেছে তারা। অভিযোগ ওই ল্যাবে গোপনে বিভিন্ন কাজ করা হয়। ধারাবাহিকভাবে ভাইরাস ছড়িয়েছে বলে অভিযোগ। তারা বলেছে, এই তথ্য বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। উহানের ল্যাবে ২০১৯ সালের শরতেই এই ভাইরাসে উৎপত্তি সম্পর্কে জানা যায়। যদিও সংক্রমণের খবর পাওয়া যায় তারপরে।
রিপোর্টে আরও বলেছে যে ল্যাবগুলিতে দুর্ঘটনাজনিত সংক্রমণের কারণে চিনে আগে বেশ কয়েকটি ভাইরাসের উৎপত্তি হয়েছে। চিনের কমিউনিস্ট পার্টি সাংবাদিক, তদন্তকারী এবং বিশ্ব স্বাস্থ্য কর্তৃপক্ষ, গবেষকদের সাক্ষাৎকার নিতে দিচ্ছে না। যাতে ভাইরাসের উৎপত্তি সম্পর্কে কোনও তথ্য প্রকাশ্যে না আসে।
এদিকে দিন কয়েক আগে চিনে গিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা। ভাইরাসে উৎপত্তিস্থল চিনে গিয়ে এমনটাই পর্যবেক্ষণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের। কোনওদিন করোনা শূন্য হবে না পৃথিবী বলে জানিয়ে দিয়েছে তারা। আর এই আবহে রিপোর্ট প্রকাশ করল আমেরিকা।
আমেরিকা বলেছে, উহানের ইনস্টিটিউট অব ভাইরোলজির রেকর্ড খতিয়ে উচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বাদুর নিয়ে ওরা গবেষণা করেছে কি না তাও খতিয়ে দেখা উচিত। কেন ওই প্রতিষ্ঠান ওয়েবসাইট থেকে সব রেকর্ড মুছে দিব তার জবাবও চেয়েছে আমেরিকা। তাদের দাবি, ২০১৭ সাল থেকে চিনের সেনার সঙ্গে যৌথভাবে গোপনে কোনও প্রকল্প করছে। আমেরিকা তদন্তে সাহায্য় করবে বলেও উল্লেখ করেছে তারা
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement