‘ইমরানকে যথাযোগ্য জবাব’, বিদিশার বক্তব্যকে সমর্থন কংগ্রেসের
‘কারফিউ উঠলেই কাশ্মীরে রক্ত বইবে’, ইমরানের এই বক্তব্যে রাইট টু রিপ্লাই ব্যবহার করে রাষ্ট্রপুঞ্জে কড়া জবাব দিল ভারতও।

নয়াদিল্লি: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় প্রথমবার বক্তৃতা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। ৫০ মিনিটের বক্তৃতার সিংহভাগই পাক প্রধানমন্ত্রী ব্যয় করেছেন ভারতের জন্য। কাশ্মীর ইস্যু নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ইমরান যে জোরদার সওয়াল করবেন, তা জানাই ছিল। হলও তাই। নরেন্দ্র মোদি যেখানে ‘যুদ্ধের বদলে ভারতের বুদ্ধ’ তত্ত্ব খাড়া করে এলেন, সেখানে ভারতীয় প্রধানমন্ত্রীর পরে বক্তৃতা করতে উঠে ইমরান কার্যত হুঁশিয়ারিই দিয়ে বসলেন। ‘কারফিউ উঠলেই কাশ্মীরে রক্ত বইবে’, ইমরানের এই বক্তব্যে রাইট টু রিপ্লাই ব্যবহার করে রাষ্ট্রপুঞ্জে কড়া জবাব দিল ভারতও।
দেশের হয়ে পাকিস্তানকে বিঁধলেন রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধিদলের ফার্স্ট অফিসার বিদিশা মৈত্র। চোস্ত বক্তব্য, অকাট্য যুক্তি আর একাধিক তথ্য পরিসংখ্যান দিয়ে ইমরান খানের পরমাণু যুদ্ধের হুঁশিয়ারিকে একেবারে দুরমুশ করে দিয়েছেন এই বঙ্গ তনয়া। বিদিশার বক্তব্যে বিজেপি বাহবা দিয়েছিল আগেই, এবার দেশের হয়ে তাঁর বক্তব্যকে সমর্থন জানাল কংগ্রেসও। রবিবার সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রণব ঝা দলের অবস্থান স্পষ্ট করে দিয়ে বলেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের জবাব যথাযোগ্য ভাবেই দিয়েছেন ভারতের স্থায়ী প্রতিনিধিদলের ফার্স্ট অফিসার বিদিশা মৈত্র। গোটা দেশ ও কংগ্রেস তাঁর প্রত্যুত্তর এবং সরকারের পাশে রয়েছে।”
রাষ্ট্রপুঞ্জে ইমরানের দেশকে ‘সন্ত্রাসের ইন্ডাস্ট্রি’ বলে নিশানা করেছেন বিদিশা মৈত্র। তিনি বলেন, “ভারতীয় নাগরিকদের হয়ে কথা বলার জন্য কারও প্রয়োজন আমাদের নেই। বিশেষত পাকিস্তানের মতো সন্ত্রাসের ইন্ডাস্ট্রি গড়ে ওঠা দেশের কাছে তো নয়ই।” এখানেই শেষ নয়। রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানে সংখ্যালঘুদের সঙ্কট নিয়েও সওয়াল করেন তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে, হিন্দু, শিখ, খ্রিস্টান, বালোচদের ওপর ইসলামাবাদে ঘটে যাওয়া বর্বরতার কথা। ২৩ থেকে কীভাবে সংখ্যালঘুরা ৩ শতাংশে নেমে এল, এই প্রশ্নও তুলেছেন বিদিশা। তাঁর এই জবাবি বক্তৃতাকে কেবল সমর্থনই নয়, ভূয়সী প্রশংসাও করেছে কংগ্রেস।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
