Gopichand Thotakura: প্রথম ভারতীয় হিসেবে 'মহাকাশের পর্যটক' হচ্ছেন বিজয়ওয়াড়ার গোপীচাঁদ
Gopichand Thotakura: গত ৪ এপ্রিল জেফ বেজস-এর সংস্থার তরফে নিউ শেপার্ড-২৫ মিশনে যাওয়ার জন্য সুযোগ পাওয়া ৬ জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। যার মধ্যে নাম রয়েছে গোপীচাঁদেরও।
আটলান্টা: প্রথম ভারতীয় (First Indian) হিসেবে "মহাকাশের পর্যটক" (space tourist) হওয়ার সুযোগ অর্জন করলেন বর্তমানে আমেরিকার আটলান্টার (Atlanta) বাসিন্দা আদতে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বিজয়ওয়াড়ার (Vijayawada) বাসিন্দা গোপীচাঁদ থোটাকুরা (opichand Thotakura)। পেশায় একজন ব্যবসায়ী ও পাইলট গোপীচাঁদ জেফ বেজস (Jeff Bezos)-এর ব্লু-অরিজিন নিউ শেপার্ড-২৫ (এ-২৫) (Blue Origin New Shepard -25 (NS-25)) মিশনের ৬ জন মহাকাশ পর্যটক একজন হিসেবে নির্বাচিত হয়েছে বলে জানা গেছে। এর আগে ১৯৮৪ সালে ভারতীয় সেনার উইং কমান্ডার রাকেশ শর্মা (Indian Army's Wing Commander Rakesh Sharma) ভারত-রাশিয়ার যৌথ অভিযানের অংশ প্রথম মহাকাশে গেছিলেন। তাই মহাকাশে যাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় হলেও গোপীচাঁদই হচ্ছেন প্রথম ভারতীয় পর্যটক যিনি শুধুমাত্র ভ্রমণকারী হিসেবেই যাচ্ছেন।
গত ৪ এপ্রিল জেফ বেজস-এর সংস্থার তরফে নিউ শেপার্ড-২৫ মিশনে যাওয়ার জন্য সুযোগ পাওয়া ৬ জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। যার মধ্যে নাম রয়েছে গোপীচাঁদেরও। নিউ শেপার্ড প্রোগামের মাধ্যমে গোপীচাঁদ পৃথিবী ও মহাকাশের মধ্যে থাকা বাউন্ডারি লাইন বা কারমান লাইনে থাকা আনুমানিক ৩১ জনের দলে যোগ দেবেন মহাকাশ পর্যটক হিসেবে। প্রসঙ্গত উল্লেখ্য, জেফ বেজসের সংস্থা নিউ শেফার্ডের এটা মানুষ নিয়ে মহাকাশে যাওয়ার সপ্তম মিশন আর সংস্থার ইতিহাসে মহাকাশে যান পাঠানোর ঘটনার হিসেবে ২৫তম। এখনও পর্যন্ত ওই অভিযানের দিন ঘোষণা না হলেও ব্লু ওরিজিন-এর এনএস-২৫ ফ্লাইটটি ছাড়ার দিনক্ষণ খুব তাড়াতাড়ি ঘোষণা হবে বলে জানা গেছে।
ব্লু ওরিজিন সূ্ত্রে খবর, গোপীচাঁদ থোটাকুরা একজন পাইলট ও অ্যাভিয়েটর। ড্রাইভিং লাইন্সেস পাওয়ার আগে তিনি নিজের ফ্লাইং স্কিলের পরীক্ষায় সসম্মানেই উত্তীর্ণ হন। গোপীচাঁদ আদতে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার বাসিন্দা হলেও বর্তমানে তাঁর ফেসবুক প্রোফাইল বলছে তিনি এখন আমেরিকার জর্জিয়া প্রদেশের আটলান্টায়।
সূত্রের খবর, গোপীচাঁদ সংযুক্ত আরব আমিরশাহীর কনভেন্ট্রি বিশ্ববিদ্যালয় থেকে অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট ও অপারেশন ম্যানেজমেন্টে ডিগ্রি অর্জন করার পাশাপাশি ইমব্রে-রিডেল অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে অ্যারোনটিক্যাল সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি পান।
এপ্রসঙ্গে ব্লু ওরিজিন-এর মিশনে একজন পর্যটক হিসেব মহাকাশে পর্যটক হিসেবে যেতে চলা গোপীচাঁদ থোটাকুরা বলেন, "ব্লু ওরিজিনের ট্যাগলাইন হল, পৃথিবীর ভালোর জন্য। আর সেটাই নোটিস করার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। পৃথিবী মা-কে বাঁচানোর জন্য তারা এই গ্রহের বাইরে জীবনের জন্য অভিযান চালাচ্ছে। আর এই সমস্ত উদ্যোগই নেওয়া হচ্ছে মহাকাশকে আবিষ্কার করার জন্য। এর মাধ্যমে কীভাবে পৃথিবী মা-কে আমরা রক্ষা করব সেটাই ব্লু মিশনে আমার যোগদানের কারণ।"
#WATCH | Gopichand Thotakura, who has been selected as a tourist to go to Space on board Blue Origin, says, "...Blue Origin's tagline is 'for the benefit of earth' and that is what is important to notice here...to protect mother earth, they're seeking for life and adventure… pic.twitter.com/1Azgi0lw0T
— ANI (@ANI) April 12, 2024
আরও পড়ুন: ভারতীয় পতাকা নিয়ে বিতর্কিত পোস্ট, ক্ষমা চাইলেন মলদ্বীপের সাসপেন্ড হওয়া মন্ত্রী
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।