MRSAM Missile Test: নিমেষে আঘাত লক্ষ্যে, পরীক্ষায় সফল ভারতীয় মিসাইল
MRSAM Missile Test: মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ ভারতের। রবিবার ওড়িশার বালাশোর উপকূল থেকে ওই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করা হয়।
নয়াদিল্লি: ভারতীয় অস্ত্রভান্ডারে আরও একটি পালক। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত। রবিবার ওড়িশার বালাশোর উপকূল থেকে ওই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করা হয়। টুইটারে জানিয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (Defence Research and Development Organisation)।
কোন ক্ষেপণাস্ত্র?
এটি একটি মাঝারি পাল্লার (Medium Range) ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র (Surface to Air Missile)। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের (air defence system) অংশ এটি। জানিয়েছে ডিআরডিও (DRDO)।
টুইটে কী জানিয়েছে ডিআরডিও:
ITR বালাসোর থেকে মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ হয়েছে। সকাল সাড়ে দশটা নাগাদ পরীক্ষামূলক উৎক্ষেপণ (test fire) হয়। আকাশে দ্রুতগতিতে চলা একটি লক্ষ্যবস্তুকে (target) সফলভাবে আঘাত হানতে পেরেছে মিসাইলটি। সরাসরি আঘাত হেনে ধ্বংস করা হয়েছে লক্ষ্যবস্তুটিকে। ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারের অংশ এটি। সফলভাবে দূরবর্তী লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সফল হয়েছে এটি।
MRSAM-Army missile system flight tested from ITR Balasore at around 1030 Hrs intercepting a high speed aerial target at long range. The target was destroyed by the missile in a direct hit.@PMOIndia @DefenceMinIndia @SpokespersonMoD @adgpi pic.twitter.com/Ra5yfHaHo1
— DRDO (@DRDO_India) March 27, 2022
এর আগে জানুয়ারি মাসে ITR বালাসোর থেকে ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের (Brahmos Supersonic Cruise Missile) সফল উৎক্ষেপণ হয়েছিল। সেবারও সবদিক দিয়েই সফল হয়েছিল সেই পরীক্ষা।
মিসাইল প্রযুক্তিতে দিন দিন উন্নতি করছে ভারত। মিসাইলের প্রযুক্তিতে ক্রমশ স্বনির্ভরও হচ্ছে আমাদের দেশ। স্বল্প থেকে মাধারি এবং দূরপাল্লার একাধিক ক্ষেপণাস্ত্র হয়েছে ভারতের হাতে। যখনই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে, প্রায় সবসময়ই একশো শতাংশ সফল হয়েছে ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা। এদিনের সাফল্য ভারতের প্রতিরক্ষা শক্তিকে আরও একধাপ এগিয়ে দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ‘সারা বিশ্বে ভারতীয় পণ্যের চাহিদা বাড়ছে’, মন কি বাত- এ জানালেন মোদি